চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র লি ওয়েই ই পেইচিংয়ে বলেছেন , তাইওয়ান নির্বাচনী ফলাফলে দুই তীরের শান্তিপূর্ণ আর স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার ব্যাপারে তাইওয়ানবাসীদের আশা-আকাংক্ষা প্রতিফলিত হয়েছে ।
১৪ ডিসেম্বর অনুষ্ঠিত তাইওয়ান বিষয়ক কার্যালয়ের নিয়মিত তথ্য-জ্ঞাপন-সভায় লি ওয়েই ই বলেছেন , এবছর থেকে দুই তীরের সম্পর্কে তথাকথিত স্বাধীন তাইওয়ান -পন্থী অশুভ শক্তির বিভক্তি তত্পরতা রোধ করার ইতিবাচক উপাদান বেড়ে গেছে এবং দুই তীরের সম্পর্কে শান্তি আর স্থিতিশীলতার দিকে বিকাশের প্রবণতাও জোরদার হয়েছে । সম্প্রতি তাইওয়ানের প্রাথমিক স্তরের নির্বাচনী ফলাফলে সমাজের স্থিতিশীলতা , অর্থনৈতিক উন্নয়ন আর দুই তীরের সম্পর্কের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে ব্যাপক তাইওয়ানবাসীদের আশা-আকাংক্ষা প্রতিফলিত হয়েছে ।
|