১৭তম উত্তর ও দক্ষিণ কোরিয়ার মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন ১৪ ডিসেম্বর সকালে দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে উত্তর-দক্ষিণ সহযোগিতা, কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা, উত্তর ও দক্ষিণ কোরিয়ার সামরিক বৈঠক প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
অধিবেশনে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের নেতা , একায়ন মন্ত্রী চোং দোং ইয়োং উল্লেখ করেছেন, উত্তর কোরিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সমস্যা চতুর্থ দফা ছয় পক্ষীয় বৈঠকের অভিন্ন বিবৃতি কার্যকরী করণে বাধা হওয়া উচিত নয়। তিনি আশা করেন, আগামী বছরের জানুয়ারী মাসে পঞ্চম দফা ছয় পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্যায়ের অধিবেশন অনুষ্ঠিত হবে এবং দক্ষিণ কোরিয়ার গুরুত্বারোপিত ছয় পক্ষীয় বৈঠকের মুখ্য প্রতিনিধিদের বৈঠকের প্রতি উত্তর কোরিয়া সক্রিয় প্রতিক্রিয়া দেবে।
উত্তর কোরিয়ার মন্ত্রিসভার কাউন্সিলার এবং উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের নেতা কুয়ান হোং উং উত্তর ও দক্ষিণ কোরিয়ার যৌথভাবে কোরিয় উপদ্বীপের অর্থনীতির উন্নয়নের প্রস্তাব দিয়েছে।
|