প্রায় এক'শ বছর আগে, প্রতি মার্কিন নাগরিক প্রায় ১০ গ্যালন(প্রায় ৩৮ লিটার) পানি ব্যবহার করত। এখন তা এক'শ গ্যালন(প্রায় ৩৮০ লিটার) হয়েছে। লোকসংখ্যা বেড়ে যাবার সঙ্গে সঙ্গে পানি সম্পদের চাহিদাও বেড়ে গেছে। মার্কিন সাধারণ বাড়িঘরে প্রতি বছর পানি ব্যবহার ও নিষ্কাশিত পানি বিশুদ্ধ করার ক্ষেত্রে খরচ প্রায় ৪৭৪ মার্কিন ডলার । পারিবারিক আয়ে তার অনুপাত যুক্তরাষ্ট্রের সমগ্র দেশের মধ্যে সবচেয়ে কম। তা মার্কিনীদের পানি সাশ্রয়ের ওপর গুরুত্ব দেয়ার সঙ্গে সংশ্লিষ্ট।
মার্কিন বাড়িতে পানি ব্যবহার প্রধানত তিনটি ক্ষেত্রে স্নান করা, কাপড় ধোয়া ও রান্নাবান্না করা। এর মধ্যে স্নান ও কাপড় ধোয় তিন ভাগের দুই ভাগ দখল করেছে। এ ছাড়া, নির্গত পানি সমস্যাও গুরুতর , প্রায় ১৪ শতাংশ।
বাড়িঘরে ব্যহার্য পানি কিভাবে সাশ্রয় হয়? এই প্রশ্ন নিয়ে মার্কিন পরিবেশ-রক্ষা ব্যুরো পানি ব্যবহারের বদভ্যাস পরিবর্তন ও পানি-সাশ্রয়ী পণ্যদ্রব্য ব্যবহারের দিক থেকে বিভিন্ন ব্যবস্থা বিবেচনা করেছে। পানি সাশ্রয়ের প্রধান নিয়ম হলোঃ পানির কল ছেড়ে রাখা এবং যথাশীঘ্র পানি পরিবহন পাইপের নির্গত এলাকা মেরামত করা।
মার্কিন পরিস্থিতি-রক্ষা ব্যুরোর পরামর্শঃ দাঁত পরিষ্কার ও শেভের সময়ে টেপ বন্ধ করা। স্নানের সময়ে কমানো। সাবান ও শেম্পু মেঘানোর সময়ে টেপ বন্ধ করা। ফ্লাশিং টৈলেটে আবর্জনা না দেওয়া। বাথটুবে স্নান করে অর্ধেক বাথটাবে পানি ভরা। রান্নানঘরে পানি সাশ্রয়ের পদ্ধতিঃ ফল ও শাকসবজি ধাতব পাত্রে ধোয়া। ফ্রিজিং খাবার পানিতে রেখে জীবানুমুক্ত করা। কীটনাশক ব্যবহার করা। ওয়াশিং মেশিন ভরে কাপড় ব্যবহার করা এবং কাপড়ের পরিমান অনুযায়ী পানি দেয়া।
মার্কিন পরিবেশ-রক্ষা ব্যুরো এখন পানি সাশ্রয়ী পণ্যদ্রব্য জনসাধারণের ব্যবহারের জন্যে দেয়ার পরিকল্পনা করছে। তার প্রধান লক্ষ্য হলো, পানি সাশ্রয়ী পণ্যদ্রব্য সর্বজনীনকরণের মাধ্যমে ব্যবহার্য পানির পরিমান কমানো। মানুষের পানি সাশ্রয়ী পণ্যদ্রব্যের প্রতি আকর্ষণ বাড়ানো। সাধারণ মানুষকে সঠিক কেনাকাটার অভ্যাস গঠন করা ইত্যাদি।
বাড়িঘরে পানি সাশ্রয়ের প্রধান পণ্য হলো টেপ, শাওয়র স্প্রে, ফ্লাশিং টয়লেট ও ওয়াশিং মেশিন। মার্কিন কংগ্রেস ১৯৯২ সালে গৃহিত আইন অনুযায়ী, মার্কিন তৈরী শাওয়ার স্প্রে থেকে চালু পানির পরিমান প্রতি মিনিটে ২.৫ গ্যালনের বেশী হবে না।
পানি সাশ্রয়ী টেপ ব্যবহারও একটি খুব কার্যাকর ব্যবস্থা। তার কেনা ও সংস্থাপনের খরচ বেশী না। মার্কিন সিয়াটল ২০০১ সালের একটি জরিপ থেকে দেখা যায়, পানি সাশ্রয়ী টেপ ১৩ শতাংশ পানি সাশ্রয় করা যায়।
|