চাং চিয়েওয়েন ১৯৮১ সালের ১৪ জানুয়ারী মাসে চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ শহরে জন্মগ্রহণ করেন। গান গাওয়া ও কাম্পিউটার তাঁর সখের বিষয়। তাঁর সর্বশ্রেষ্ঠ সাফল্য হচ্ছে ২০০১ সালে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে নারী দ্বৈত দফায় রানার্স-আপ অর্জন।
১৯৮৯ সালের ফেব্রুয়ারী মাসে তিনি কুয়াংচৌ শহরের ক্রীড়া স্কুলে অনুশীলন করেন, তখন তাঁর কোচ ছিলেন থু ফেংফাং। ১৯৯৫ সালের ফেব্রুয়ারী মাসে তিনি কুয়াংচৌ শহরের ক্রীড়া দলে প্রবেশ করেন, তখন তাঁর কোচ ছিলেন ফু হানস্যুন। ১৯৯৫ সালের মে মাসে তিনি দ্বিতীয় জাতীয় দলে প্রবেশ করেন, তখন তাঁর কোচ ছিলেন ফানলি। ২০০০ সালের ডিসেম্বর মাসে তিনি প্রথম জাতীয় দলে প্রবেশ করেন, তখন তাঁর কোচ ছিলেন থিয়ান বিংই, ওয়েং চিয়ানদে।
১৯৯৮ সালে বিশ্ব যুব চ্যাম্পিয়নশীপে তিনি নারী দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০০ সালে জাতীয় চ্যাম্পিয়নশীপ ও বিশ্ব যুব চ্যাম্পিয়শীপে তিনি নারী দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশীপ, ব্রিটেন ও ডেনমার্ক ওপেনে তিনি নারী দ্বৈত দফায় রানার্স-আপ হন। ২০০১ সালে চীন ও সিঙ্গাপুর ওপেনে নারী দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০২ সালে এশীয় চ্যাম্পিয়নশীপে নারী দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৩ সালে সুইজার্ল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ডেনমার্ক ওপেনে নারী দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৪ সালে সুইজার্ল্যান্ড ও ব্রিটেন ওপেনে নারী দ্বৈত দফায় রানার্স-আপ হন। ২০০৪ সালে দক্ষিণ কোরিয়া ওপেনে নারী দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন।
|