v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-14 09:09:40    
ছেন ছি

cri
    ছেন ছি ১৯৮৪ সালের ১৫ এপ্রিল চীনের চিয়াংসু প্রদেশের নানথোং শহরে জন্মগ্রহণ করেন। সংগীত তাঁর সখের বিষয়। তাঁর সর্বশ্রেষ্ঠ সাফল্য হচ্ছে চীন উন্মুক্ত টেবিল টেনিস প্রতিযোগিতায় পুরুষ দ্বৈত দফায় চ্যাম্পিয়ন শীপ অর্জন।

    ১৯৯৪ সালে তিনি চিয়াংসু প্রদেশের ক্রীড়া স্কুলে টেবিল টেনিস অনুশীলন শুরু করেন, তখন তাঁর কোচ ছিলেন থাং চিসিয়ান। ১৯৯৭ সালে তিনি নানচিং শহরের টেবিল টেনিস দলে প্রবেশ করেন, তখন তাঁর কোচ ছিলেন ইয়াং ছুয়াননিং। ১৯৯৮ সালে তিনি চিয়াংসু প্রদেশের প্রদেশিক দলে প্রবেশ করেন। ১৯৯৯ সালে তিনি চীনের দ্বিতীয় জাতীয় দলে প্রবেশ করেন। ২০০২ সালের এপ্রিল মাসে তিনি জাতীয় দলে প্রবেশ করেন।

    ১৯৯৮ সালে জাতীয় তরুণ টেবিল টেনিস প্রতিযোগিতায় তিনি পুরুষ একক দফায় দশম হন। ১৯৯৯ সালে জাতীয় তরুণ গেমসে তিনি পুরুষ দলগত দফায় রানার্স-আপ হন। ২০০৩ সালে জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপে তিনি পুরুষ দলগত দফায় রানার্স-আপ ও দ্বৈত দফায় তৃতীয় হন। ২০০৩ সালে দক্ষিণ কোরিয়া ওপেনে তিনি পুরুষ একক দফায় রানার্স-আপ ও দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৩ সালে চীন ওপেনে তিনি পুরুষ দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৩ সালে জাপান ওপেনে তিনি পুরুষ দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৩ সালে মালয়েশিয়া ওপেনে পুরুষ দ্বৈত দফায় অষ্টম হন। ২০০৩ সালে জার্মানী ওপেনে তিনি পুরুষ একক দফায় চতুর্থ হন। ২০০৩ সালে ডেনমার্ক ওপনে পুরুষ দ্বৈত দফায় চতুর্থ হন। ২০০৩ সালে সুইডেন ওপেনে পুরুষ একক ও দ্বৈত দফায় রানার্স-আপ হন। ২০০৩ সালে চীনের পঞ্চম শহুরে গেমসে তিনি পুরুষ একক দফায় রানার্স-আপ ও দ্বৈত দফায় তৃতীয় হন। ২০০৩ সালে আন্তর্জাতিক ফেডারেশনের পেশাদার ভ্রাম্যমাপ প্রতিযোগিতায় তিনি পুরুষ দ্বৈত দফায় তৃতীয় হন।