বিশ্ব বাণিজ্য সংস্থার হংকং মন্ত্রী সম্মেলনের চেয়ারম্যান জেন জুন হুয়া ১৩ ডিসেম্বর বলেছেন, এবারকার সম্মেলন দোহা দফা আলোচনা ত্বরান্বিত করার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে।
একই দিন বিকালে উদ্বোধন হওয়া বিশ্ব বাণিজ্য সংস্থার ষষ্ঠ মন্ত্রী সম্মেলনে জেন জুন হুয়া এই কথা বলেছেন।
হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের শিল্প ও বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি ব্যুরোর মহা-পরিচালক জেন জুন হুয়া বলেছেন, স্বাগতিক হিসেবে আমাদের উদ্দেশ্য মাত্র একটি। তা হচ্ছে আলোচনাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া। তিনি বলেছেন, চার বছর আগে দোহায় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার চতুর্থ মন্ত্রী পর্যায়ের অধিবেশনে সদস্যগুলো নতুন দফা বহু পাক্ষিক বাণিজ্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছে এবং অভিন্ন লক্ষ্য আর দৃঢ়প্রতিজ্ঞা প্রকাশ করেছে। দোহা দফা আলোচনা শুরু হওয়ার পর লক্ষ্যনীয় অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি আশা করেন, হংকং মন্ত্রী সম্মেলন দোহা দফা আলোচনার চাবিকাঠি পর্যায় সম্পন্ন করবে।
|