চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১৩ ডিসেম্বর কুয়ালালামপুরে নিউজিল্যন্ডের প্রধানমন্ত্রী মাদাম হেলেন ক্লার্কের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, দু'পক্ষ 'সক্রিয় ও স্থিতিশীল, পারস্পরিক সমঝোতা আর পারস্পরিক ত্যাগ স্বীকার, পারস্পরিক উপকারিতামূলক এবং উভয়ের কল্যান'-এর নীতিতে স্থিতিশীল ও কার্যকরভাবে চীন-নিউজিল্যান্ড অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার প্রশ্নে আলোচনা ত্বরান্বিত করে।
সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেছেন, চীন পক্ষ রণনৈতিক উচ্চতার দিক থেকে দু'দেশের সম্পর্ক বিবেচনা ও উন্নয়ন করে এবং অব্যাহতভাবে দু'দেশের সার্বিক সহযোগিতার সম্পর্কের সার্থক উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক। ক্লার্ক আশা করেন, দু'দেশ রাজনীতি, আর্থ-বাণিজ্য, সংস্কৃতি এবং আইনও বিচারের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে। তিনি বিশ্বাস করেন নিউজিল্যান্ড-চীন অবাধ বাণিজ্য অঞ্চল বিষয়ক আলোচনা অব্যাহতভাবে সাফল্য অর্জিত হবে।
|