মার্কিন কৃষি দফতরের প্রাণী আর উদ্ভিদের স্বাস্থ্য ও কোয়ারানটাইন ব্যুরো ১২ ডিসেম্বর ঘোষণা করেছে যে , যুক্তরাষ্ট্র জাপান থেকে গো-মাংস আমদানি বিষয়ক নিষেধাজ্ঞা তুলে নেবে এবং তার আমদানি পুনরুদ্ধার করবে ।
কৃষি দফতরের প্রাণী আর উদ্ভিদের স্বাস্থ্য আর কোয়ারানটাইন ব্যুরোর একজন কর্মকতা বলেছেন , সার্বিক বিশ্লেষণের পর এই ব্যুরো মনে করে যে , নির্দিষ্ট শর্তে জাপান থেকে গো-মাংস আমদানি করা নিরাপদ । কিন্তু যুক্তরাষ্ট্রে পাগলা গরুর রোগের সংক্রমণ রোধ করার জন্য এই ব্যুরো মার্কিন ফেডারেল মাংস কোয়ারানটাইন আইন অনুযায়ী জাপানের গো- মাংসের ওপর কড়াকড়ি পরীক্ষা চালাবে ।
খবরে প্রকাশ , একই দিন জাপান সরকারও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র আর কানাডা থেকে গো- মাংস আমদানি বিষয়ক নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা ঘোষণা করেছে এবং ডিসেম্বর মাসের শেষ নাগাদ আমদানি পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে ।
|