চার দিন ব্যাপী ১৭তম উত্তরও দক্ষিণ কোরিয়ার মন্ত্রী পর্যায়ের বৈঠক ১৩ ডিসেম্বর বিকালে দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার একায়ন মন্ত্রী চোং দোং ইয়োং এবং উত্তর কোরিয়ার মন্ত্রিসভার কাউন্সিলার কুয়ান হো-উনং প্রতিনিধি দল নিয়ে বৈঠকে অংশ নিয়েছেন।
একই দিন বিকালে কুয়ান হো-উং জেজু দ্বীপে পৌঁছার পর চোং দোং ইয়োং হোটেলে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু'পক্ষ ১৪ ডিসেম্বর সকালে পূর্ণাঙ্গ অধিবেশন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তখন তাঁরা নিজ নিজ অধিষ্ঠান ব্যাখ্যা করবেন এবং আনুষ্ঠানিকভাবে বৈঠক শুরু করবেন। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি হায়-চান সেই দিন রাতে জেজুতে কুয়ান হো-উংয়ের সম্মানে ভোজ সভা আয়োজন করেছেন।
এবারকার উত্তর-দক্ষিণ কোরিয়া মন্ত্রী পর্যায়ের বৈঠক ১৬ ডিসেম্বর সমাপ্ত হবে। ছয় পক্ষীয় বৈঠকে দক্ষিণ কোরিয়ারপ্রতিনিধি দলের নেতা সোং মিন-সোন পর্যবেক্ষক হিসেবে বৈঠকে উপস্থিত থাকবেন।
|