বহুল প্রত্যাশিত বিশ্ব বাণিজ্য সংস্থার ষষ্ঠ মন্ত্রী সম্মেলন ১৩ ডিসেম্বর বিকালে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে উদ্বোধন হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার বিভিন্ন সদস্য দেশের বাণিজ্য মন্ত্রীরা ছয় দিন ব্যাপী সম্মেলনে অংশ নেবেন। তাঁরা দোহা দফা বহু পাক্ষিক আলোচনায় অগ্রগতি অর্জনের জন্য জোর প্রয়াস নেবেন।
২০০১ সালের নভেম্বরে বিশ্ব বাণিজ্য সংস্থা কাতারের রাজধানী দোহায় নতুন দফা বহু পাক্ষিক বাণিজ্য আলোচনা শুরু করে। এই দফা আলোচনাকে "দোহা দফা"ও বলা হয়। হংকং মন্ত্রী সম্মেলন হচ্ছে "দোহা দফা" আলোচনার একটি চাবিকাঠি পর্যায়।
|