v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-13 17:50:11    
১৩ ডিসেম্বর

cri
    যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে মার্কিন-রাশিয়া ' আন্টি ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র চুক্তি' থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করে।

২০০১ সালের ১৩ ডিসেম্বর রাত ১১টায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিও বুশ আনুষ্ঠানিকভাবে ১৯৭২ সালে স্বাক্ষরিতমার্কিন-রাশিয়া আন্টি ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র চুক্তি' থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন।

    কোফি আন্নান জাতি সংঘ মহা সচিব নিবার্চিত

১৯৯৬ সালের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় জাতি সংঘ নিরাপত্তা পরিষদে কোফি আন্নান জাতি সংঘ মহা সচিব নিবার্চিত হন। তাঁর কার্যমেয়াদ ২০০১ সালের ৩১ ডিসেম্বর পযর্ন্ত । এর আগে জাতি সংঘ মহা সচিবের প্রার্থী নিয়ে জাতি সংঘের সদস্য দেশগুলোর মধ্যে বেশী মন কষাকষি ছিল।

    নিকসন-পম্পেইটো মার্কিন ডলারের মূল্যহ্রাস ঘোষণা করেন

১৯৭১ সালের ১৩ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট নিকসন আর ফ্রান্সের প্রেসিডেন্ট পমপেইটুর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে দুই প্রেসিডেন্ট মার্কিন ডলারের মূল্যহ্রাস ঘোষণা করেন।

    ওয়াশিংটনে চারটি দেশের মধ্যে নৌ-বাহিনী চুক্তি স্বাক্ষরিত

১৯২১ সালের ১৩ ডিসেম্বর ওয়াশিংটন সম্মেলন সফল্যজনকভাবে সমাপ্ত হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স আর জাপানের মধ্যে প্রশান্ত মহা সাগর চুক্তি স্বাক্ষরিত হয়। চারটি দেশ এক মত হয় যে , আন্তর্জাতিক ইউনিয়ন বিধানের ভিত্তিতে প্রশান্ত মহা সাগরে নিজ নিজ মালিকানাকে সম্মান করতে হবে।

    পেইচিং অলিম্পিক গেমস ২০০৮-এর সাংগঠনিক কমিটি প্রতিষ্ঠিত

২০০১ সালের ১৩ ডিসেম্বর ২৯তম অলিম্পকস ক্রীড়া সংস্থার কমিটি পেইচিংএ প্রতিষ্ঠিত হয়। চীনের বেশ কয়েক জন উচ্চ পদস্থ নেতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    নানচিং গণহত্যা

১৯৩৭ সালের ১৩ ডিসেম্বর চীনের নানচিং শহরে জাপানী আগ্রাসীসেনাবাহিনীর গণহত্যা যঞ্জশুরু হয়। জাপানের সৈন্যবাহিনী নানচিন শহরে প্রবেশ করার পর পেশাচিক গনহত্যা শুরু করে। এই বিশ্ব-কাঁপানো গণহত্যায় ৩ লক্ষাধিক লোকের প্রাণহানি হয়।

     চীনের কমিউনিষ্ট পাটির ত্রয়োদশ কংগ্রেসের তৃতীয় পূর্ণাংগ অধিবেশনে তেন শিও পিনের ভাষা

১৯৭৮ সালের ১৩ ডিসেম্বর চীনের কমিউনিষ্ট পাটির ত্রয়োদশ কংগ্রেসের তৃতীয় পূর্ণাংগ অধিবেশন পেইচিংএ সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে চীনের তত্কালীণ শীর্ষ নেতা তেং শিয়াও পিন একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন। এই কংগ্রেস সমাপ্ত হওয়ার পর চীনের সংস্কার আর উন্মুক্তনীতির প্রবর্তন শুরু হয়।

    চীনের নাটকের প্রতিষ্ঠাতা চাওইউর পরলোকগমণ

১৯৯৬ সালের ১৩ ডিসেম্বর চীনের নাটকের প্রতিষ্ঠাতা চাও ইউ শেষ নি:শ্বাস ত্যাগ করেন।