v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-13 14:47:19    
বানর রাজা সুন উখোং (২১)

cri
    আচার্য ও তাঁর তিন শিষ্য পশ্চিম দেশের দিকে যাচ্ছেন তো যাচ্ছেন । একদিন সুন উখোং মেঘে চড়ে আগে আগে যাচ্ছিলো । এমন সময় তার সঙ্গে দেখা হলো এক দেবদুতের । দেবদুত সতর্ক করে দিয়ে বললেন , সামনের পাহাড়ে দুই দানব আছে । তার যাদু বিদ্যায় ওস্তাদ এবং অনেক রুপ নিতে পারে । কাজেই সাবধান ।

    উখোং তখনি মেঘ থেকে নিচে নেমে এলো । কিন্তু কাউকে কিছু না বলে কাঁদার ভান করলো । তা দেখে পাচিয়ে বললো , আর আমরা পশ্চিম দেশে যেতে পারবোনা । যে যার মতো ফিরে যাই ।গুরুর সমাধির জন্য শুধু একটা কফিন কিনে রেকে যেতে হবে ।

    আচার্য চমকে উঠে বললেন , এমন অশুভ কথা বলছো কেনো ? এসব কথার অর্থ কি ? পাচিয়ে বললো , গুরুদেব , উখোং স্বর্গ মর্ত পাতালের সর্বত্র যেতে পারে । তবু সে যখন কাঁদছে তখন বুঝতে হবে সামনে ভিষণ বিপদ । সেজন্যই কথাগুলো বললাম ।

    আচার্য উখোংকে প্রশ্ন করে জানলেন , পাচিয়ের কথাই ঠিক । উখোং একা ঐ দানবদের সঙ্গে পারবেনা । পাচিয়ে এবং শা-এরও সাহায্য চাই । আসলে উখোং-এর উদ্দেশ্য হলো কুঁড়ে পাচিয়েকে যুদ্ধে জড়ানো । যাই হোক , গুরুদেব সহজেই এতে সম্মতি দিলেন ।

    উখোং প্রথমে পাচিয়েকে পাহাড়ের অবস্থা দেখতে পাঠালো । পাহাড়টার নাম পিং তিং সান । এখানে একটি গুহা আছে । তার নাম পদ্ম পুষ্প গুহা । এই গুহায় বাস করতো মহারাজ সোনার শিং দানব আর মহারাজ রুপার শিং দানব । গুহার কাছে গিয়ে পাচিয়ে শুনলো সোনার শিং দানব বলছে , সুয়ান চুয়ান ও তার শিষ্যরা এই পথ দিয়েই তির্থে যাচ্ছে । তাদের ধরতেই হবে । তাদের ছবিও আছে সোনার সিং দানবের কাছে । আচার্যের মাংস খেলে তারা অমর হবে । অতএব এই সুযোগ ছাড়া যায় না ।

    রুপোর শিং দানব তক্ষুনি ছুটলো আচার্যকে ধরে আনতে । পাহাড়ের উপরেই দেখা হলো পাচিয়ের সঙ্গে । আর যায় কোথায় ! সঙ্গে সঙ্গে শুরু হলো লড়াই । বিশ দফা লড়াই করেও হারজিত হলো না ।

    অবশেষে রুপোর শিং দানবের হুকুমে একদল খুদে দানব একসঙ্গে পাচিয়েকে আক্রমণ করলো । পাচিয়ে বন্দি হলো । দানব পাচিয়েকে গুহার মধ্যে নিয়ে গিয়ে পুকুরে ফেললো । পানিতে ভিজে ভিজে সব লোম যখন ঝরে যাবে তখন তাকে রান্না করে খাবে ।

    রুপোর শিং দানব পঞ্চাশ জন খুদে দানব নিয়ে পাহাড়ে উঠলো । সে দেখলো আচার্যরা পাহাড়ের দিকেই আসছেন । উখোংকে দেখেই সে বুঝলো , শক্তিতে সে ওর সঙ্গে পারবেনা । কৌশল অবলম্বন করতে হবে ।

    রুপোর শিং দানব এক আহত পুরোহিত সেজেমাটিতে শুয়ে কাতরাতে লাগলো ।দয়ালু সুয়ান চুয়াং ঘোড়া থেকে নেমে তাড়াতাড়ি পুরোহিতের কাছে গেলেন । সে জানালো যে তার মন্দিরে যাওয়ার ইচ্ছে । কিন্তু হেঁটে মন্দিরে যেতে পারছেনা ।

    আচার্যের নির্দেশে উখোং পুরোহিতকে তখন পিঠে নিলো । সঙ্গে সঙ্গেই সে বুঝলো যে ও হলো একটা দানব । পথে চলতে চলতে দানব সুমেরু পর্বত এবং ওমেই পর্বত এনে উখোং-এর দুই কাঁধে ফেললো । উখোং তবু স্বচ্ছন্দে যেতে লাগলো ।

    দানব এবার থাইশান পর্বত চাপালো উখোং-এর মাথায় । এবার উখোং পাহাড়ের তলায় চাপা পড়লো । তখন দানব ছুটলো আচার্যকে ধরতে । অমনি শুরু হয়ে গেলো ভিক্ষু শার সঙ্গে প্রচন্ড লড়াই । অবশেষে শা'র হার হলো । দানব তখন শাকে , আচার্যকে এবং ঘোড়াকে ধরে নিয়ে গেলো পদ্মপুষ্প গুহায় । দানবেরা উত্সবে মেতে উঠলো দানবেরা । আচার্য পাচিয়ে ও ভিক্ষু শাকে তারা কড়িকাঠে ঝুড়িয়ে দিলো ।