v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-12 12:43:14    
৫---১২ ডিসেম্বর, ২০০৫

cri
দ্বিতীয় চীন-মার্কিন রণনৈতিক বৈঠক শেষ

দু'দিন ব্যাপী চীন-মার্কিন রণনৈতিক বৈঠক ৮ ডিসেম্বর বিকেলে ওয়াশিংটনে শেষ হয়েছে। চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী তেই বিংকুও মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী রোবার্ড জেওলিকের সঙ্গে রণনৈতিক দৃষ্টিতে প্রধানত আন্তর্জাতিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন স্বার্থজড়িত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করেছেন।

বৈঠকে চীনের প্রতিনিধি দল চীনের শান্তিপূর্ণ উন্নয়নের রণনীতি আরেক বার ব্যাখ্যা করেছে। এই দল আরো বলেছে, চীনের উন্নয়ন শুধু যে চীনের জনগণের জন্যে কল্যাণকর তাই নয়, বিশ্বের জন্যেও কল্যাণকর। মার্কিন পক্ষ এ ব্যাপারে একমত হয়েছে।

দু'পক্ষ এইকমত হয়েছে যে, চীন-মার্কিন গঠনমূলক দৃষ্টিভংগীতে পরস্পরকে ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। আলোচনার পর দু'পক্ষের প্রাথমিক সিদ্ধান্ত হল, তৃতীয় চীন-মার্কিন রণনৈতিক বৈঠক আগামী বছরের প্রথমার্ধে আয়োজিত হবে।

চীনা নাগরিকদের অবমাননার ঘটনায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা চেয়েছেন

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আজমি খালিদ ৬ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন , সম্প্রতি চীনা নাগরিকদের বিরুদ্ধে যে দুর্ঘটনা ঘটেছে মালয়েশিয়া সরকার তার জন্যে ক্ষমা চায় ।

সম্প্রতি মালয়েশিয়ায় চীনা নাগরিকদের অবমাননা ও আক্রমণ করার যে দুর্ঘটনা ঘটেছে একই দিনে পেইচিংয়ে এক সংবাদ সম্মেলনে আজমি সে সম্পর্কে মালয়েশিয়া সরকারের নীতিগত অধিষ্ঠান ব্যাখ্যা করেছেন । তিনি বলেছেন , দুর্ঘটনাগুলোতে মালয়েশিয়া সরকার ও জনগণ অত্যন্ত বিস্মিত ও মর্মাহত হয়েছে । মালয়েশিয়া সরকার ব্যবস্থা নিয়ে ঘটনাগুলো তদন্ত করছে এবং আইন অনুসারে অপরাধীদের শাস্তি দেবে । তিনি বলেছেন , মালয়েশিয়া সরকার দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং বিভিন্ন দেশের বিশেষ করে চীনের পর্যটকদের মালয়েশিয়ায় স্বাগত জানায় ।

সময়ের অনেক আগেই সহস্রাব্দি উন্নয়নের লক্ষ্য অর্জিত হল চীনে

গত দশ বছরে চীনের গ্রামিণ দরিদ্র মানুষের সংখ্যা সাড়ে ছ' কোটি থেকে দু'কোটি ৬১ কমেছে । ফলে চীন বিশ্বে জাতিসংঘের সহস্রাব্দি উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন অর্থাত্ দারিদ্রদের সংখ্যা অর্ধেক হ্রাসকারী প্রথম দেশে পরিণত হয়েছে ।

জানা গেছে , বর্তমানে প্রায় ৫০টি আন্তর্জাতিক সংস্থা চীনের দারিদ্র্য বিমোচনে অংশগ্রহণ করেছে । রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্য বিমোচন কার্যালয় ৮০ কোটি মার্কিন ডলার বৈদেশিক পুঁজি ব্যবহার করে এক কোটির বেশী কৃষকের কল্যান করেছে ।

চীনের আশাঃ বিশ্ব বাণিজ্য সংস্থার ষষ্ঠ মন্ত্রী সম্মেলনে উন্নয়নশীল দেশের অনুকূল সাফল্য অর্জিত হবে

চীনের বাণিজ্য মন্ত্রী পো শি লাই বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থার ষষ্ঠ মন্ত্রী সম্মেলনে উন্নয়নমূখী দেশের অনুকূল সাফল্য অর্জিত হবে বলে চীন আশা করে এবং এর জন্য প্রয়াস চালাবে।

৯ তারিখে সি.আর.আইকে সাক্ষাত্কার দেয়ার সময়ে পো শি লাই বলেছেন, চীনের মতে দোহা আলোচনায় বাণিজ্য বাধামুক্তকরণ প্রক্রিয়া তরান্বিত হওয়া উচিত। উন্নয়নমুখী দেশের বাজারে প্রবেশের অবস্থা উন্নত হওয়া উচতি। এবং উন্নয়নমুখী দেশগুলোতে মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠার প্রক্রিয়ায় সম্ভাব্য সমস্যাগুলো বিবেচনা করা উচিত।

পো শি লাই বলেছেন, চীন প্রথম বার বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মনীতি প্রণয়ন তত্পরতায় অংশ নিচ্ছে। চীন সম্মেলনের সাফল্য কামনা করে।

চীন বন্য প্রাণীর মাধ্যমেবার্ডফ্লুবিস্তার তত্ত্বাবধান জোরদার করবে

যাযাবর তথা অতিথি পাখী প্রভৃতি বুন্য প্রাণীর মাধ্যমে বার্ডফ্লু সহ সংক্রামক রোগের বিস্তার পর্যবেক্ষণ ও পরীক্ষা জোরদার করার জন্যে ৮ ডিসেম্বর উত্তর পূর্ব চীনের সেনইয়াং শহরে প্রাণী ব্যাধি পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে ।

প্রতিষ্ঠিত হওয়ার পর পর্যবেক্ষণ কেন্দ্রটি যাযাবর পাখীর স্থানান্তরের নিয়ম অনুযায়ী তাদের শীতকাল অতিক্রম করার জায়গা , খাদ্য অন্বেষণকরার জায়গা এবং তত্পরতার জায়গার হ্রদ, জলসীমা, জলাভূমি প্রভৃতি জায়গায় অবস্থানরত অতিথি পাখীদের পর্যবেক্ষণ ও পরীক্ষা এবং সুরক্ষা জোরদার করবে।

ওয়েন চিয়াপাও মার্সেইলেসে হেলিকপ্টার কোম্পানি ও পারমাণবিক প্রকল্প পরিদর্শ করেছেন

ফ্রান্সে সফররত চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও স্থানীয় সময় ৬ ডিসেম্বর দক্ষিণ ফ্রান্সের মার্সেইলেস শহরে পোঁছেছেন, এ শহরে অবস্থিত ইউরোপের হেলিকপ্টার কোম্পানি ও বিশ্বের প্রথম আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা রিয়েক্টার পরিদর্শন করেছেন।

গত বছরে ইউরোপ হেলিকপ্টার কোম্পানি সারা বিশ্বের মোট বেসরকারী হেলিকপ্টার উত্পাদন পরিমানের ৬২% উত্পাদন করেছে। এ কম্পানি চীনের বহু শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে বহু বছরের সহযোগিতা সম্পর্ক বজায় রেখেছে এবং চীনের সঙ্গে সহযোগিতা ক্ষেত্রে সক্রিয় দৃষ্টিভংগী পোষণ করে। ওয়েন চিয়াপাও সেখানে "কাটামাউনট(catamount)"হেলিকপ্টার অ্যাসেম্বলিং ও হাল্কা হেলিকপ্টার প্রদর্শনি দেখেছেন।

আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা রিয়েক্টার প্রকল্পের জন্যে গত বছরে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে পরিকল্পনা প্রণয়ন করেছে। ওয়েন চিয়াপাও বলেছেন বিকল্প শক্তিসম্পদ অনুসন্ধানের জন্যে চীন ও ফ্রান্সের উচিত আরো নতুন শক্তিসম্পদ ক্ষেত্রের সহযোগিতা জোরদার করা।

চীন ও পাকিস্তান পরষ্পরের ৩হাজার রকম পণ্যের কর কমাবে

সামনের পয়লা জানুয়ারি থেকে চীন ও পাকিস্তান পরষ্পরের উত্পাদিত ৩০০০টিরও বেশী পণ্যের কর কমাবে।

চীনের বাণিজ্য মন্ত্রী পো শি লাই ও পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী হুমায়ুন আখতার খান ৯ ডিসেম্বর পেইচিংয়ে "চীন-পাকিস্তান মুক্ত বাণিজ্য অঞ্চলের প্রাথমিক ফলাফল চুক্তি" স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী, চীন পাকিস্তানের ২৩০০রও বেশী পণ্যের আমদানী কর বাতিল বা কমানোর ব্যবস্থা নেবে। অন্যদিকে পাকিস্তান চীনের ১০০০য়ের বেশী পণ্যের আমদানী কর বাতিল বা কমানোর ব্যবস্থা নেবে।

পো শি লাই বলেছেন, এই চুক্তির বাস্তবায়ন ভবিষ্যতে চীন-পাকিস্তান মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার জন্যে উত্তম প্লাটফর্ম যোগাবে।

ভারতের চাঁদ জরিপ পরিকল্পনায় রাশিয়া আমন্ত্রিত

রাশিয়ার ফেডারেল মহাশুন্য বিষয়ক মুখপাত্র দেভিদেন্কো ৭ ডিসেম্বর জানিয়েছেন , ভারত রাশিয়াকে তার চাঁদ জরিপ পরিকল্পনায় অংশ নিতে আমন্ত্রন জানিয়েছে ।

দল নিয়ে রাশিয়া সফররত ভারতের মহাশুন্য গবেষণা সংস্থার চেয়ারম্যান মাধবান নায়ার ৬ ডিসেম্বর রাশিয়ার ফেডারেল মহাশুন্য বিভাগের প্রধান পারমিনোভের সঙ্গে বৈঠক করেছেন । তিনি রাশিয়াকে এই বিষয়ে আমন্ত্রণ জানানোর সময়ে আশা প্রকাশ করেছেন যে , রাশিয়ার বিশেষজ্ঞরা ভারতের চাঁদ জরিপ পরিকল্পনা সম্পর্কে প্রস্তাব পেশ করবেন । বৈঠকে ভারত আর রাশিয়া ভারতের চাঁদ জরিপ প্রক্রিয়ায় রাশিয়ার মহাশুন্য শিল্পপ্রতিষ্ঠানের অংশ নেয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে । দেভিদেন্কো বলেছেন , পরবর্তী দু মাসের মধ্যে রাশিয়া আর ভারত বিষয়টি নিয়ে আলাপপরামর্শ করতে থাকবে ।

আরবদের মনে চীনের ভাবমূর্তি ভালো

মার্কিন জগবী আন্তর্জাতিক জনমত জরিপ কম্পানির ৭ ডিসেম্বর প্রকাশিত একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , এই বছরে মিসর ও সৌদি আরব ইত্যাদি আরব দেশের জনগণের মনে চীনের পুর্নাংগ ভাবমূর্তি যুক্তরাষ্ট্র , রাশিয়া ও ভারতকে ছাড়িয়েছে , এবং যুক্তরাষ্ট্রের ভাবমূর্তির অনেক অবনতি হয়েছে ।

এই কম্পানি চলতি বছরের অক্টোবর মাসে মিসর , সৌদি আরব , জর্দান , ইউ এ ই , লেবানন ও মরক্কো এই ৬টি দেশে চীন , যুক্তরাষ্ট্র , রাশিয়া ও ভারতের ভাবমূর্তি নিয়ে জনমত জরিপ করেছে । ফলাফল থেকে জানা গেছে , চীনকে সমর্থনকারী জনগণের সংখ্যা সবচেয়ে বেশী ।

রিপোর্টে আরো বলা হয়েছে , ইরাক যুদ্ধ এবং আরব ও মুসলমানদের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাবের কারণে আরব দেশের জনগণের মনে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তির অনেক অবনতি হয়েছে ।

ইসলামী দেশগুলোর বিশেষ শীর্ষ সম্মেলনে ঐক্য জোরদার করে বিভিন্ন ক্ষেত্রের চ্যালঞ্জ মোকাবেলার

দু'দিন ব্যাপী ইসলামী দেশগুলোর বিশেষ শীর্ষ সম্মেলন ৮ ডিসেম্বর কক্কায় সমাপ্ত হয়েছে। রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা, সমাজ, চিন্তাধারা, সংস্কৃতি ও বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রের চ্যালঞ্জ মোকাবেলার জন্যে সম্মেলনের শেষে প্রকাশিত বিবৃতিতে ইসলাম দেশগুলোর ঐক্যবদ্ধ জোরদার করা হয়েছে।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, সন্ত্রাস দমন সমস্যায় আন্তর্জাতিক সহযোগিতা আরো জোরদার করতে হবে। বিবৃতিতে ইসলামী দেশগুলোর প্রতি চরমপন্থীবাদের বিরুদ্ধে সংগ্রাম করার আহ্বান জানানো হয়েছে।

তাছাড়া, বিবৃতিতে ফিলিস্তিন-ইসরাইল শান্তিপূর্ণ প্রক্রিয়া ও ইরাকের পরিস্থিতি ইত্যাদি বিষয়ের ওপর তীক্ষ্র নজর রাখা হয়েছে।

খবরে প্রকাশ, সর্বশেষ বিবৃতি ছাড়া, "মক্কা ঘোষণা" ও আগামী দশ সাল কর্মসূচী" গৃহীত হয়েছে।

উত্তর কোরিয়ার অভিযোগঃ যুক্তরাষ্ট্র ছ'পক্ষীয় বৈঠক বানচাল করছে

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়ের মূখপাত্র ১০ ডিসেম্বর পিয়ং ইয়ংয়ে প্রকাশিত একটি ভাষণে সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় মার্কিন রাষ্ট্রদূত আলেকজান্দার ভার্শোবো উত্তর কোরিয়াকে "অপরাধী প্রশাসন"বলে যে অপবাদ করেছেন তা খন্ডন করেছেন, এবং অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছয় পক্ষীয় বৈঠকে উত্তর কোরিয়ার অংশ গ্রহণের প্রতি বাধা সৃষ্টি করে বৈঠক বানচাল করার উদ্দেশ্যহাসিল করার অপচেষ্টা করছেন।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে, উত্তর কোরিয়া বেআইনী তত্পরতা করছে। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের উত্থাপিত তথাকথিত উপাত্তের প্রতি তদন্ত চালানোর পর দেখেছে যে এই তথ্যগুলো পুরোপুরি ভিত্তিহীন। এই মুখপাত্র মনে করেন, মার্কিন সরকারের নানান তত্পরতা থেকে প্রমাণিত হয়েছে যে, যুক্তরাষ্ট্র সংলাপের মাধ্যমে পারমাণবিক সমস্যা সমাধান করার সদিচ্ছা নেই, এবং ক্রমে ক্রমে ছয় পক্ষীয় বৈঠকের অভিন্ন বিবৃতিতে স্থাপিত মৌলিক নীতি লঙ্ঘন করেছে।

খবরে জানা গেছে, সম্প্রতি ভার্শোবো দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রকাশিত ভাষণে বলেছেন, উত্তর কোরিয়া হচ্ছে "অপরাধী প্রশাসন", যুক্তরাষ্ট্র আর্থিক শাস্তি সমস্যায় উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠক করবে না।

হারিরির হত্যাকান্ড বিষয়ক আন্তর্জাতিক তদন্ত কমিটির জেরা শেষ

হারিরি হত্যাকান্ড বিষয়ক আন্তর্জাতিক তদন্ত কমিটি ৭ ডিসেম্বর ভিয়েনায় পাঁচজন সিরীয় কর্মকর্তাকে জেরা করেছে।

অষ্ট্রিয়ার বার্তাসংস্থার একটি খবরে প্রকাশ, অষ্ট্রিয়ায় সিরিয়ার এক জন কূটনীতিক এ কথা স্বীকার করেছেন। কিন্তু আন্তর্জাতিক তদন্ত কমিটির দায়িত্বশীল ব্যক্তি দেটলেভ মেহলিস জেরায় অংশ নেন নি।

সাদ্দাম হোসেন আদালেতে হাজিরা দিতে অস্বীকার করেছেন

ইরাকের সুপ্রিম কোর্টের একজন কর্মকর্তা ৭ ডিসেম্বর বলেছেন , ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন আদালতে উপস্থিত থাকতে অস্বীকার করেছেন বলে সেদিনের নির্দ্ধারিত বিচার স্থাগিত রাখা হয়েছে ।

ইরাকের আইন অনুযায়ী আসামীর অনুপস্থিতিতেও তার বিচার করা যায় । কিন্তু এই কর্মকর্তা বলেছেন , প্রধান বিচারপতি রিজগার মোহাম্মেদ আমিন আশা করেন , যাবতীয় আসামী বিচারের সময় আদালতে উপস্থিত থাকেন । এই বিষয় নিয়ে সাদ্দাম হোসেন ও তাঁর উকিলরা আলোচনা করছেন ।

উল্লেখ করা যেতে পারে যে , গতকাল ও গত পরশু সাদ্দাম হোসেন বিচারের সময় অতিরিক্ত দীর্ঘ বলে আদালত মুলতবী রাখার দাবি জানিয়েছেন ।তাঁর উকিলরাও বিচারপতির সঙ্গে আদালতে পরবর্তী বিচারের সময় নিয় তর্ক করেছেন । কিন্তু রিজগার মোহাম্মেদ আমিন ৭ ডিসেম্বর বিচার করার মতে অটল ছিলেন।