১১তম আসিয়ান শীর্ষ সম্মেলন ১২ ডিসেম্বর সকালে কুয়ালাম্পুরের সম্মেলন কেন্দ্রে উদ্বোধন হয়েছে।
সম্মেলনে আসিয়ানের ১০টি সদস্য দেশের নেতারা "এক আকাঙক্ষা, এক বৈশিষ্ট্য,এক কমিউনিটি" বিষয় নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে আসিয়ানের অভ্যন্তরিণ সহযোগিতা জোরদার করে আসিয়ানের প্রতিদ্বন্দ্বী সামর্থ্য বাড়ানো, আঞ্চলিক অর্থনৈতিক একায়নের প্রক্রিয়া তরান্বিত করা এবং কার্যকরভাবে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করা ইত্যাদি।
তাছাড়া, সম্মেলনে আন্তর্জাতিক সন্ত্রাস দমন, সংক্রামক রোগের প্রতিরোধ, শক্তিসম্পদের আবিষ্কার ও ব্যবহার, বার্ড-ফ্লু প্রতিরোধ, দারিদ্র্য বিমোচন এবং উন্নয়নে আঞ্চলিক ব্যবধান বিমোচন ইত্যাদি আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়েও আলোচনা হবে। এরপর আসিয়ান প্রতিষ্ঠিত হওয়া ৩৮ বছরে প্রথম আইনগত মর্যাদা-সম্পন্ন আসিয়ান সনদসহ ধারাবাহিক দলিল আলোচনা করে গৃহিত হবে।
জানা গেছে, এবারকার শীর্ষ সম্মেলনের সভাপতি হলেন মালয়েসিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ হাজি আহমদ বাদাভি।
|