ব্রিটেনের লন্ডনের উত্তরাংশের হেমেল হেম্পস্টিড থানার একটি তেল ভান্ডারে ১১ ডিসেম্বর ভোরে কতকগুলো ধারাবাহিক বিস্ফোরণ ঘটেছে । ব্রিটিশ পুলিশ আপাততঃ মনে করে যে , এই ধারাবাহিক বিস্ফোরণ ছিল দুর্ঘটনা ।
পুলিশের একজন মুখপাত্রী বলেছেন , এ পর্যন্ত এমন কোনো লক্ষণ প্রকাশিত হয় নি যে , এই কতকগুলো ধারাবাহিক বিস্ফোরণ দুর্ঘটনার বাইরের কারণে উদ্ভুত হয়েছে । তথাকথিত একটি বিমান এই তেল ভান্ডার এলাকায় প্রবেশ করেছে বলে যে খবরাখবর বেরিয়েছে , তিনি তার সত্যতাও অস্বীকার করেছেন । তিনি বলেছেন , এই ক্ষেত্রে কোনো তথ্য আর প্রমাণ পাওয়া যায় নি ।
বি বি সি'র খবরে প্রকাশ , একই দিন ভোরে লন্ডনের ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত হেলমেল হেম্পস্টিড থানায় মোট তিনবার বিস্ফোরণ হয় । প্রথমবার বিস্ফোরণ ঘটেছে ভোর ছ'টা ৩ মেনিটে আর তার পর দু'বার বিস্ফোরণ যথাক্রমে ছ'টা ২৬ মিনিটে আর ছ'টা ২৭ মিনিটে । প্রত্যক্ষদর্শীরা বলেছেন , বিস্ফোরণে তেল ভান্ডারের নিকটে কতকগুলো বাড়িঘর বিধ্বস্ত হয়েছে ।
|