ইরানঃ ই ইউ'র সংগে বৈঠককালে ইউরেনিয়ামের ঘনীভূতকরণ আবার শুরু করবে না
cri
ইরানের ভাইস প্রেসিডেন্ট , রাষ্ট্রীয় আণবিক শক্তি সংস্থার দায়িত্বশীল ব্যক্তি গোলামরেজা আগাজাদ ১০ ডিসেম্বর তেহরানে বলেছেন , ইরান ই ইউ'র সংগে বৈঠককালে ইউরেনিয়ামের ঘনীভূতকরণ আবার শুরু করবে না । একই দিন একটি তথ্য-জ্ঞাপন-সভায় তিনি বলেছেন , পরমাণু জ্বালানীর রি-এক্টারের নির্মাণকাজ চালাবার অধিকার ইরানের আছে । ভবিষ্যতে ইরান অবশ্যই ইউরেনিয়ামের ঘনীভূতকরণ আবার শুরু করবে । কিন্তু ই ইউ'র সংগে আসন্ন বৈঠককালে ইরান এমনই করবে না । তিনি সংগে সংগে সতর্ক করে বলেছেন যে , ইরান দীর্ঘস্থায়ী আর নিষ্ফল আলোচনা বরদাস্ত করবে না । তিনি বলেছেন , ইরান ২০০৬ সালে দ্বিতীয় পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের নির্মাণ বিষয়ক আন্তর্জাতিক টেন্ডার আহবানের দলিল প্রকাশ করবে ।
|
|