চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১১ ডিসেম্বর বিশেষ বিমান যোগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালাম্পুরে পৌঁছে অবিলম্বে অনুষ্ঠিতব্য নবম চীন-আসিয়ান শীর্ষ সম্মেলন, নবম আসিয়ান-চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া শীর্ষ সম্মেলন এবং প্রথম পূর্ব এশিয় শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন। এর সঙ্গে সঙ্গে তিনি মালয়েশিয়ায় আনুষ্ঠানিক সফর করবেন।
তিনি বিমান বন্দরে প্রকাশিত এক লিখিত ভাষণে বলেছেন,এই সব সম্মেলনে তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে পূর্ব এশিয় সহযোগিতা ত্বরান্বিত করার জন্য গভীরভাবে মত বিনিময় করার আশা করছেন, যাতে একটি সুষম ও সমৃদ্ধ পূর্ব এশিয়া গড়ে তোলার জন্যে অবদান রাখা যায়।
জানা গেছে, মালয়েশিয়া সফরকালে ওয়েন চিয়া পাও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাত্ করবেন এবং বিভিন্ন মহলের ব্যক্তিদের সঙ্গে ব্যাপকভাবে যোগাযোগ করবেন। তিনি বলেছেন, চীন পক্ষ মালয়েশিয়া পক্ষের সঙ্গে মিলিত প্রচেষ্টা চালিয়ে চীন ও মালয়েশিয়ার সম্পর্ক অব্যাহতভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে। তিনি বিশ্বাস করেন, এবারকার সফর দু'দেশের জনগণের হ্যিক মৈত্রী গভীর করবে এবং দু'দেশের রণনৈতিক সহযোগিতা আরো সম্প্রসারিত করবে।
|