২০০৫ সাল নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত হয়েছে।
সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্টাফ এবং সুইডেনের সরকারের প্রধান প্রধান কর্মকর্তা ও বিভিন্ন মহলের বিখ্যাত ব্যক্তিসহ মোট দু'শোরও বেশি লোক একইদিন বিকালে স্টকহোম শহরের সংগীত হোলে সুইডেনের নোবেল তহবিল সংস্থার আয়োজিত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। তাঁরা নোবেল পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিত্সাবিদ্যা, সাহিত্য ও অর্থনীতি ক্ষেত্রে ১১জন নোবেল পুরস্কার পদক -বিজয়ীকে মহাসমারোহে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নোবেল তহবিলের চেয়ারম্যান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নোবেলের বিভিন্ন ক্ষেত্রের নোবেল পুরস্কার বিজয়ীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, নোবেল পুরস্কার বিজয়ীরা বিশ্বের প্রযুক্তি ও বিজ্ঞান এবং অর্থনৈতিক উন্নয়ন আর বিশ্বের সাহিত্যের সমৃদ্ধি ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
|