চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিং কাং ১১ ডিসেম্বর কঠোর ভাষায় চীনের মানবাধিকার অবস্থার ওপর মার্কিন পররাষ্ট্র বিভাগের দেয়া নিন্দার খন্ডন করেছেন। তিনি বলেছেন, তথাকথিত মানবাধিকার সমস্যার অজুহাতে মার্কিন সরকার যথেচ্ছাই চীনকে আক্রমণ করার প্রতি চীনের সরকার এবং জনগণ তীব্র অসন্তোষ প্রকাশ করে এবং দৃঢ় বিরোধীতা করে।
মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ১০ ডিসেম্বর "আন্তর্জাতিক মানবাধিকার দিবসে" প্রকাশিত বিবৃতিতে চীনের মানবাধিকার অবস্থার সমালোচনা করেছেন। সংবাদদাতার সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেয়ার সময়ে ছিং কাং বলেছেন, মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে চীন সারা বিশ্বের দৃষ্টি আকর্ষী সাফল্য অর্জন করেছে। জনসাধারণ আইন অনুযায়ী পুরোপুরি মানবাধিকার এবং স্বাধীনতা ভোগ করেন। তিনি সমালোচনা করেছেন যে, যুক্তরাষ্ট্রে গুরুতর মানবাধিকার পদদলন সমস্যা আছে, তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের অবস্থা তদন্ত চালানোর জন্য জাতিসংঘের মানবাধিকার কমিটির সংশ্লিষ্ট বিশেষ সংস্থার প্রতিবেদক পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
এই মুখপাত্র মার্কিন পক্ষ নিজের বিদ্যমান মানবাধিকার সমস্যার জন্য আত্ম-সমালোচনা করা, মানবাধিকার সমস্যায় তার দ্বিবিধ মানদন্ড পরিত্যাগ করা, মানবাধিকার সমস্যা কাজে লাগিয়ে অন্য দেশের অভ্যন্তরীন ব্যাপার হস্তক্ষেপ করার ভুল আচরণ সংশোধন করার প্রস্তাব করেছেন।
|