 নাইজেরিয়ার এয়ার লাইনস প্রশাসনের মুখপাত্র ১০ ডিসেম্বর বলেছেন, একই দিন বিকালে নাইজেরিয়ার সসোলিসো এয়ার লাইনস কোম্পানির একটি ডিসি-১০ যাত্রিবাহী বিমান দক্ষিণ নাইজেরিয়ার পোর্ট হার্কোর্ট শহরের বিমান বন্দরেবিধ্বস্ত হয়েছে। ফলে ১০৩ জন নিহত হয়েছে।
জানা গেছে, এই যাত্রিবাহী বিমান একই দিন নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে পোর্ট হার্কোর্টে গিয়েছে। ১০৩ জন যাত্রী ও ৭ জন বিমানের ক্রুর মধ্যে ৭৫ জন ছিলেন ছাত্রছাত্রী। বর্তমানে ৭ জন বেঁচে গেছেন।
জানা গেছে, অবতরণ করার সময় বিমান রানওয়ে'র বাইরে গিয়েছে এবং বিস্ফোরণ ঘটেছে। কিন্তু ঘটনার কারণ এখনও জানা হয় নি। নাইজেরিয়ার এয়ার লাইনস প্রশাসনের কর্মকর্তা ও অনুসন্ধানকারীরা ত্রাণ ও তদন্ত কাজ চালিয়েছেন।
|