চীনের ভূ-সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা ১০ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন, চীনের তেলের উত্পাদন পরিমাণ ২০১০ সালে ২০ কোটি টনে দাঁড়াবে, এবং এই পরিমাণ ১৫ বছরেরও বেশি সময় স্থায়ী থাকার সামর্থ্য চীনের আছে।
পেইচিংয়ে অনুষ্ঠিত একটি সম্পদ ফোরামে চীনের ভূ-সম্পদ মন্ত্রণালয়ের তেল ও গ্যাস সম্পদ রণনীতি গবেষণা কেন্দ্রের উপ-পরিচালক ছেন ছাং পো এই কথা বলেছেন। তিনি বলেছেন, তেল ও গ্যাস সম্পদের সর্বশেষ মূল্যায়নের ফলাফল অনুযায়ী, ২০০৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত চীনে আবিষ্কৃত তেল মজুদের পরিমাণ স্থিতিশীলভাবে বাড়বে, তেলের উত্পাদন পরিমাণও নিরন্তরভাবে বাড়বে। তিনি এক আন্দাজের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ২০১০ সালে চীনের অভ্যন্তরীন তেলের চাহিদা ৩৮ কোটি টন পৌঁছবে। এর মধ্যে অর্ধেকেরও বেশি স্বয়ম্ভর হতে পারে।
|