জাতি সংঘস্থ চীনের স্থায়ী উপপ্রতিনিধি চাং ই শান ৯ ডিসেম্বর নিরাপত্তা পরিষদে সশস্ত্র সংঘর্ষে নিরীহ নাগরিক রক্ষা করার সমস্যা নিয়ে উন্মুক্ত তর্কবিতর্কে বলেছেন, নিরীহ নাগরিক রক্ষা করার ব্যাপারে জাতি সংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের সংশ্লিষ্ট বিধান অনুসরণ করা উচিত।
তিনি বলেছেন, রক্ষা করার বিভিন্ন কর্মে, যেমন নিরাপত্তা রক্ষার নিশ্চয়তা দেয়া এবং মানবতাবাদী সাহায্য দেয়ার ব্যাপারে জাতি সংঘ সনদের নীতি লংঘন করা যায় না আর সদস্য দেশের ভূভাগ ও সার্বভৌমত্বের অখন্ডতা ক্ষতিগ্রস্ত করা চলবে না।
তিনি আরো বলেছেন, প্রতিটি সংঘর্ষের কারণ জটিল। অন্য দেশের সরকারের তার দেশের জনগণকে রক্ষা করার সামর্থ্য ও ইচ্ছা আছে কি-না, তা বিচার করার সময়ে বিভিন্ন দেশের উচিত সাবধান হওয়া। তিনি জাতি সংঘ শীর্ষ সম্মেলনের সাফল্য সংক্রান্ত দলিলে "রক্ষার কর্তব্য দায়িত্বের" সংজ্ঞা নিয়ে আরো ব্যাপক ও গভীর আলোচনা চালানোর প্রস্তাব দিয়েছেন।
|