এক দিনব্যাপী ২৯তম দক্ষিণ আমেরিকান অভিন্ন বাজারের শীর্ষ সম্মেলন ৯ ডিসেম্বর উরুগুয়ের রাজধানীতে সমাপ্ত হয়েছে।
এবারকার সম্মেলনে দক্ষিণ আমেরিকান অভিন্ন বাজারের সদস্য দেশ---আর্জেনটিনা, ব্রাজিল, পারাগুয়ে এবং উরুগুয়ের প্রেসিডেন্ট একমত হয়েছেন যে, তাঁরা ভেনিজুয়েলাকে দক্ষিণ আমেরিকান অভিন্ন বাজারের পঞ্চম সদস্য দেশ হিসেবে গ্রহণ করতে রাজি হয়েছেন। সম্মেলনে "দক্ষিণ আমেরিকান অভিন্ন বাজারের সংসদ" স্থাপন করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। দক্ষিণ আমেরিকান অভিন্ন বাজারের সংসদ ২০০৬ সালের ৩১ ডিসেম্বর কাজ শুরু করবে।
সম্মেলন শেষ হওয়ার পর অংশগ্রহণকারী দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের নেতারা দক্ষিণ আমেরিকান কমিউনিটির বিশেষ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।
|