এশিয়া ও ইউরোপ সম্মেলনের প্রধান অভিশংসক সম্মেলন ৯ ডিসেম্বর বিকালে শেনচেনে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও এশিয় ও ইউরোপীয় দেশগুলোর উদ্দেশ্যে আন্তঃদেশীয় সাংগঠনিক অপরাধ দমনের জন্য সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
বিশ্ব এবং এশিয়া ও ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করার পর উ পাং কুও উল্লেখ করেছেন, কিছু নতুন ধরনের অপরাধ আবির্ভূত হয়েছে , বিশেষ করে সন্ত্রাসী অপরাধ, দুর্নীতি, মানি লান্ড্রিং এবং মাদক চোরাচালান ইত্যাদি আন্তঃদেশীয় সাংগঠনিক অপরাধ বিশ্ব সমাজের অভিন্ন দুর্যোগে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, মিলিতভাবে আন্তঃদেশীয় সাংগঠনিক অপরাধের আঘাত হানা হচ্ছে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের জনগণের অভিন্ন আশা-আকাঙ্ক্ষা এবং বিভিন্ন দেশের অভিশংসক বিভাগের অপরিহার্য কর্তব্য।
উল্লেখ্য যে, এশিয়া ও ইউরোপ সম্মেলনের প্রধান অভিশংসক সম্মেলন হচ্ছে চীনের সর্বোচ্চ গণ অভিশংসক বিভাগ এবং ডেনমার্ক , দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশের অভিশংসক বিভাগের যৌথ উদ্যোগে চীনের সর্বোচ্চ গণ অভিশংসক বিভাগের আয়োজিত একটি সম্মেলন।
|