চীনের বাণিজ্য মন্ত্রী পো শি লাই বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থার ষষ্ঠ মন্ত্রী সম্মেলনে উন্নয়নমূখী দেশের অনুকূল সাফল্য অর্জিত হবে বলে চীন আশা করে এবং এর জন্য প্রয়াস চালাবে।
৯ তারিখে সি.আর.আইকে সাক্ষাত্কার দেয়ার সময়ে পো শি লাই বলেছেন, চীনের মতে দোহা আলোচনায় বাণিজ্য বাধামুক্তকরণ প্রক্রিয়া তরান্বিত হওয়া উচিত। উন্নয়নমুখী দেশের বাজারে প্রবেশের অবস্থা উন্নত হওয়া উচতি। এবং উন্নয়নমুখী দেশগুলোতে মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠার প্রক্রিয়ায় সম্ভাব্য সমস্যাগুলো বিবেচনা করা উচিত।
পো শি লাই বলেছেন, চীন প্রথম বার বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মনীতি প্রণয়ন তত্পরতায় অংশ নিচ্ছে। চীন সম্মেলনের সাফল্য কামনা করে।
|