চীনের মানবাধিকার বিশেষজ্ঞরা বলেছেন , গোটা দিক থেকে চীনা জনগণের জীবনযাত্রার গুণমান ও মানবাধিকার উপভোগের মান দুই-ই উন্নত হওয়ার প্রবনতা দেখা দিয়েছে ।
৯ ডিসেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত এক মানবাধিকার বিষয়ক সেমিনারে বিশেষজ্ঞরা এই মন্তব্য করেছেন ।
সেমিনারে বিশেষজ্ঞরা মনে করেন যে , অর্ধ শতকের প্রচেষ্টার পর চীনা জনগণের মানবাধিকার অবস্থা ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার আগের তুলনায় আকাশ পাতাল পরিবর্তন হয়েছে । আজকের চীনে রাজনীতিতে জনগণ দেশের মালিক হয়েছেন , অর্থনীতিতে অধিকাংশ লোকের খাওয়া-পরার সমস্যার সমাধান হয়েছে , চীন সার্বিক স্বচ্ছল সমাজ গঠনের পর্যায়ে প্রবেশ করেছে ।
বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে , চীনের শহর ও গ্রাম , পূর্ব চীন , মধ্য চীন ও পশ্চিম চীনের অর্থনীতি , রাজনীতি , সংস্কৃতি এবং নানা ধরণের দল-গোষ্ঠী ও ব্যক্তির মধ্যে মানবাধিকার ভোগ করার গুণমানে ভারসাম্যহীনতাএখনো বিদ্যমান ।
|