সর্বশেষ প্রাপ্ত রিপোর্ট থেকে জানা গেছে, চীন বিশ্বের তৃতীয় বিলাস-সামগ্রী ভোক্তা দেশে পরিণত হয়েছে।
বিখ্যাত আন্তর্জাতিক গোল্ডম্যান স্যাকস গোষ্ঠী সম্প্রতি পেইচিংয়ে চীনের বিলাস-সামগ্রী বাজার সম্পর্কিত একটি রিপোর্ট প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, গত বছরে চীনে ব্যবহৃত বিলাস-সামগ্রীর মূল্য বিশ্বের মোট মূল্যের ১২ শতাংশ দখল করেছে। আগামী চার বছরে চীনে বিলাস-সামগ্রীর চাহিদা প্রতি বছরে ২৫ শতাংশ হারে বাড়বে। ২০১৫ সালে এ ক্ষেত্রে প্রথম স্থান অধিকারী জাপানকে ছাড়িয়ে যাবে।
রিপোর্টে আরো বলা হয়েছে, চীনের বিলাস-সামগ্রী ভোক্তারা প্রধানত বিদেশ-ভ্রমণকারী চীনা নাগরিক। জানা গেছে, চীনা পর্যটকদের বিদেশে কেনা বিলাস-সামগ্রী প্রধানত বিখ্যাত গয়না, দামী কাপড়, প্রসাধনী ও হাতঘড়ি।
|