সম্প্রতি বিশ্বসেরা ৫০০ আন্তঃদেশীয় কোম্পানীর মধ্যে ৪৫০টি চীনে পুঁজি বিনিয়োগ করেছে , এবং আরো বেশী আন্তদেশীয় কোম্পানী চীনকে তাদের পুঁজি বিনিয়োগের গুরুত্বপূর্ণ ক্ষেত্র বলে মনে করে ।
চীনের উপ বাণিজ্য মন্ত্রী উই চিয়ান কুও ৮ ডিসেম্বর চীনের হাংচৌ শহরে জানিয়েছেন , এই বছরে মোট ২০২টি দেশ ও অঞ্চলের ব্যবসায়ীরা চীনে মোট ৬০০ বিলিয়ন ডলারের ও বেশী পুঁজি বিনিয়োগ করেছে । তাঁদের পুঁজি বিনিয়োগের ক্ষেত্রগুলোর মধ্যে : পরিসেবা , উত্পাদন ইত্যাদি প্রায় সব শিল্প অন্তর্ভুক্ত । এর মধ্যে হাই টেক শিল্প পুঁজি বিনিয়োগের কেন্দ্রীয় বিষয় হয়েছে ।
বিশ্লেষকদের ধারণা , চীন আন্তঃদেশীয় কোম্পানীর পুঁজি বিনিয়োগের গুরুত্বপূর্ণ দেশ হওয়ার প্রধান কারণ হল চীনের অর্থনৈতিক উন্নয়নের উজ্জ্বল ভবিষ্যত ও পুঁজি বিনিয়োগের উন্নত পরিবেশ ।
|