চীনের পররাষ্ট্রমন্ত্রনালয় ৯ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকতে তাগিদ দিয়েছে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , বাংলাদেশের সন্ত্রাসী সংস্থা এ বছরের আগষ্ট মাস থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার ধারাবাহিক বিস্ফোরণ ঘটিয়েছে । সন্ত্রাসী তত্পরতা বেড়ে যাওয়ায় ১৪জন নিহত এবং শতাধিক আহত হয়েছে ।
চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের কন্সুলার বিভাগ আর বাংলাদেশস্থ চীনা দূতাবাস বাংলাদেশস্থ চীনা নাগরিকদের প্রতি সতর্কতাবজায় রেখে সম্ভাব্য সন্ত্রাসী তত্পরতা প্রতিরোধ করা ,যথাসম্ভব বাইরে না যাওয়া , জনাকীর্ণ এলাকায় না থামা , স্পর্শকাতর ও বিপদজনক এলাকায় না যাওয়া এবং গুরুতর সমস্যার সম্মুখীন হলে সময়োচিতভাবে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শদিয়েছে ।
|