ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদ সম্প্রতি ইস্রাইলের বিরুদ্ধে আবার যে বক্তৃতা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব কোফি আনান ৮ ডিসেম্বর এক বিবৃতিতে তাতে বিস্ময় প্রকাশ করেছেন ।
বিবৃতিতে আনান আবার ঘোষণা করেছেন যে , জাতিসংঘের সদস্য দেশ হিসেবে ইস্রাইল অন্য সদস্যদেশের সঙ্গে একই অধিকার ও দায়িত্ব ভোগ করে । সকল সদস্য দেশ " জাতিসংঘ সনদ" স্বাক্ষর করার সময় অন্য কোনো সদস্য দেশের স্বাধীনরাজনীতির প্রতি হুমকী প্রদর্শন না করার প্রতিশ্রুতি দিয়েছে ।
খবরে প্রকাশ . টেলিভশিনকে সাক্ষাত্কার দেয়া এবং মক্কায় অনুষ্ঠিত ও আই সি-র বিশেষ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকাকালে নেজাদ বলেছেন , ইস্রাইলকে ইউরোপে স্থানান্তরিত করা উচিত । এর আগে ইস্রাইলকে মানচিত্র থেকে মুছে ফেলা উচিত কথাটা বলেছেন বলে নেজাদ আন্তর্জাতিক সমাজে নিন্দিত হয়েছিলেন ।
|