ই-ইউ সদস্যদেশগুলোর নেতারা ৮ ডিসেম্বর ই-ইউ'র অন্তর্বর্তীকালীন বাজেটের ব্যাপারে ছাড় দিতে ব্রিটেনকে তাগিদ দিয়েছেন।
লন্ডনে ব্রিটিশ প্রধান মন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে পরামর্শ করার পর সুইডেন , পর্তুগাল ও ফিনল্যান্ডের নেতারা বলেছেন, তাঁরা আশা করেন , ব্রিটেন ই-ইউ'র পুর্বমুখী সম্প্রসারণের জন্য প্রচেষ্টা চালানোর যে সংকল্প গ্রহণ করেছেন তা যেন ই-ইউ'র বাজেটে প্রতিফলিত হয় ।
একই দিন বার্লিনে সফররত ফরাসী প্রেসিডেন্ট সিরাকের সঙ্গে বৈঠক করার আগে জার্মান চ্যান্সেলার আন্জেলা মার্কেল সাংবাদিকদের বলেছেন ,ব্রিটিশ সরকারের উত্থাপিত ই-ইউ'র অন্তর্বর্তীকালীন খসড়া বাজেট সন্তোষজনক নয় ।
প্রেসিডেন্ট সিরাকও জোর দিয়ে বলেছেন, ই-ইউ'র পুর্বমুখী সম্প্রসারণের জন্য ই-ইউ সদস্যদেশগুলোর সমান ব্যয়ভার বহন করা তা অতি গুরুত্বপূর্ণ ।
|