৮ ডিসেম্বর ব্রাসেলসে ন্যাটোর পররাষ্ট্র মন্ত্রী -সম্মেলনে অংশগ্রহণকারী মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রাইস বলেছেন , সন্দেহভাজন সন্ত্রাসী বিষয়ক মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ ।
তিনি আরো বলেছেন , মার্কিন সরকার আটককৃত অপরাধীদের প্রতি বিচারকদের নির্মমও অমানবিক ব্যবহার নিষিদ্ধ করেছে । তিনি ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের জন্য সন্দেহভাজন সন্ত্রাসী বিষয়ক মার্কিন নীতি ব্যাখ্যা করেছেন।
তবে সি আই এ বিশেষ বিমানে সন্দেহভাজন সন্ত্রাসীদের তার স্থাপিত গোপন কারাগারে পাঠিয়েছে বলে যে খবর বেরিয়েছে তার সত্যতা রাইস প্রত্যক্ষভাবে অস্বীকার করেন নি ।
ন্যাটোর একজন মুখপাত্র একই দিন বলেছেন , ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা রাইসের ব্যাখ্যা শুনে সন্তুষ্ট । পোল্যান্ডের প্রধান মন্ত্রী মার্চিনকিয়েভিচ ওয়ারশতে বলেছেন , পোল্যান্ডে যে এমন গোপন কারাগার নেই পোলিস সরকার তা প্রমাণ করবে ।
|