চীনের জাতীয় পরিবেশ সংরক্ষণ অধিদফতর ৮ ডিসেম্বর চীনের বিভিন্ন স্থানের পরিবেশ সংরক্ষণ বিভাগকে পরিবেশের নিরাপত্তা তদারকি করার নির্দেশ দিয়েছে, যাতে পরে মারাত্মক দূষণ ঘটনা আর না ঘটে ।
জানা গেছে , দূষণের সম্ভাবনা অঙকুরে নির্মূল করার জন্য চীনের বিভিন্ন স্থানের পরিবেশ সংরক্ষণ বিভাগ প্রধানত: চীনের প্রধান প্রধান নদী ও শাখা নদীর তীরে অবস্থিত মাঝারি ও বৃহত শিল্প প্রতিষ্ঠান ,বিশেষ করে শহরের পানীয় জলের উত্স হিসেবে বড় বড় নদীর উজান দেশ এবং শহর ও গ্রামাঞ্চলের আবাসিক এলাকার চারপাশে অবস্থিত মাঝারি ও বৃহত শিল্প প্রতিষ্ঠান তদারকি করবে । পরিবেশ সংরক্ষণ বিভাগের কর্মীরা পরিবেশের উপর গত দু' বছরে পরিবেশ সংরক্ষণ বিভাগের অনুমোদিত নির্মান প্রকল্পের প্রভাব ,বিশেষ করে রাসায়নিক কল-কারখানার প্রভাব খতিয়ে দেখবেন ।
উল্লেখ করা যেতে পারে যে ,গত ১৩ নভেম্বর উত্তর পুর্বচীনের চি লিন প্রদেশের এক রাসায়নিক শিল্পপ্রতিষ্ঠানে বিস্ফোরণ ঘটায় প্রচুর বিষাক্ত তরল পদার্থ সংহুয়া নদীতে প্রবেশ করেছে বলে সংহুয়া নদীর অববাহিকার জনসাধারণের উত্পাদন ও দৈনন্দিন জীবনের উপর প্রতিকূল প্রভাব সৃষ্টি হয়েছে । চীনের জাতীয় পরিবেশ সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এই দূষণ ঘটনার দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করেছেন ।
|