বিশ্ববাণিজ্য সংস্থার হংকং মন্ত্রী সম্মেলনের প্রাক্ককালে জাতিসংঘের তিনটি গুরুত্বপূর্ণ সংস্থার দায়িত্বশীল ব্যক্তিরা ৮ ডিসেম্বর জেনিভায় এক যুক্ত বিজ্ঞপ্তিতে দোহা রাউন্ড বৈঠকের উদ্দেশ্যে গরিব দেশগুলোকে আন্তর্জাতিক সমাজের খাদ্য-সাহায্যদান নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন ।
জাতিসংঘের শরনার্থী সংস্থার হাই কমিশনার আন্টোনিও গুটাররেস, বিশ্ব খাদ্য পরিকল্পনা পরিষদের কার্যনির্বাহীসম্পাদক জেমস মোরিস আর জাতিসংঘ শিশু তহবিল সংস্থার কার্যনির্বাহী সভানেত্রী ভেনিমান বিজ্ঞপ্তিতে বলেছেন , বর্তমানে বিশ্বময় খাদ্য সাহায্যের পরিমান চাহিদার সঙ্গে সঙ্গতিরাখতে পারছে না । পক্ষান্তরে শিল্পোন্নত দেশগুলো খাদ্য সাহায্যেরব্যাপারে ভিন্ন মত পোষণ করছে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , মতভেদের কারণে বিশ্ববাণিজ্য সংস্থার হংকং মন্ত্রী সম্মেলনকে খাদ্য সাহায্য সমস্যা নিয়ে কিছু "শৃঙখলা" প্রণয়ন করতে হবে । " শৃঙখলা"গুলোকে গরিব দেশগুলোর কাছে আন্তর্জাতিক সমাজের যথেষ্ট খাদ্য সাহায্য সরবরাহ নিশ্চিত করতে হবে ।
|