v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-09 17:16:31    
১১ ডিসেম্বর

cri
** তুং চিয়ান হুয়া হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রথম প্রশাসক নির্বাচিত

    ১৯৯৬ সালের ১১ ডিসেম্বর হংকংয়ের প্রথম সরকার মনোনয়ন কমিটির তৃতীয় পুর্নাংগ অধিবেশনে তং চিয়ান হুয়া হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রথম প্রশাসক নির্বাচিত হন ।

    এই অধিবেশনে সভাপতিত্ব করেছেন প্রস্তুতি কমিটির ভাইস চেয়াপম্যান ওয়াং হান পিন । প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ছিয়ান ছিছেন তাঁর উদ্বোধনী ভাষণে বলেছেন , কেন্দ্রীয় সরকার বিশ্বাস করে , হংকং সরকার মনোনয়ন কমিটি হংকংবাসীদের সামগ্রিক ও দীর্ঘকালিন স্বার্থ বিবেচনা করে সন্তোষ জনক সিদ্ধান্ত গ্রহণ করবে ।

    এরপর মনোনয়ন কমিটির চারশোজন সদস্য তিনজন প্রার্থীর মধ্য থেকে প্রশাসক নির্বাচনের জন্য ভোট দেন । তুং চিয়ান হুয়া ৩২০টি ভোট পেয়ে প্রশাসক নির্বাচিত হন ।

    ১৯৩৭ সালের ২৯ মে চীনের সাংহাইয়ে তুং চিয়ান হুয়ার জন্ম হয় । তিনি বৃটেনের লিভপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক হন । তিনি এক সময়ে হংকংয়ের প্রাচ্য আন্তর্জাতিক লিমিটিড কম্পানির চেয়ারম্যান নিযুক্ত ছিলেন । এখন তিনি চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির ভাইসচেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন।

** পেইচিং অপেরার বিখ্যাত শিল্পী ইউয়ান সিহাইয়ের মৃত্যু

    ২০০২ সালের ১১ ডিসেম্বর চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির সদস্য , চীনের পেইচিং অপেরার বিখ্যাত শিল্পী ইউয়ান সিহাই পেইচিংয়ে মারা যান । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

    ১৯১৬ সালে পেইচিংয়ে ইউয়ান সিহাইয়ের জন্ম হয়। তাঁর আরেক নাম ছিল রুই লিন, । ছোটবেলায় থেকে পেইচিং অপেরা শিখেন । ভাল ফল অর্জনের জন্য তিনি হাও শৌছেনের কাছে পেইচিং অপেরা শিখেন। তিনি পর পর লি শিফাং ও মা লিয়ানলিয়াংয়ের পেইচিং অপেরা দলে যোগ দেন।

    মা লিয়ানলিয়াং, শাং সিওইয়ুন, জৌ সিনফাং, কাই চিয়াওথিয়ান, লি শাওছুন ও ইয়ে শেংজাং প্রমুখ বিখ্যাত শিল্পীর সঙ্গে সহযোগিতায় তিনি বিভিন্ন পক্ষের সদগুণ গ্রহণ করে যেমন তাদের অভিনয়ের কৌশল শিখেন, তেমনি তাদের অভিনয়ের উপায়ও শিখেন । আস্তে আস্তে তিনি নিজের অভিনয়ের রীতি গড়ে তুলেন হয়। " চিয়াং সিয়াংহোর " লিয়ান ফো, " জিউ চিয়াংখৌয়ের " জাং ডিংবিয়ান, " ছু সানহাইয়ের " জৌ ছু, " ইয়ে জুলিনের " লু জিশেন, " হেই সুয়ানফেং লি খুই" ও " লি খুই থানমুর " লি খুই , " ছুন ইংহুইয়ের " ছাও ছাও ইত্যাদি চরিত্রে তিনি চমত্কার অভিনয় করেছেন।

** বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের সদস্য দেশ অন্তর্ভুক্ত

    ২০০১ সালের ১১ ডিসেম্বর চীন আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪৩টি সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। এর সঙ্গে সঙ্গে এই সংস্থায় চীনের যোগদানের বিভিন্ন আইন বিধিও আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে ।

    ১৫ বছরের কঠিন পথ অতিক্রমের পর বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের প্রবেশ করার আলোচনা সফল হয়। চীন আবার বিশ্বের অর্থনৈতিক মক্ষে ফিরে আসে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । চীনের সংস্কার আর মুক্তদ্বার এবং চীনের সমাজের বিভিন্ন মহলের উপর বিরাট ও গভীর প্রভাব ফেলবে।