v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-09 17:14:52    
১০ ডিসেম্বর

cri
** তিববতে বৃটিশ বাহিনীর দ্বিতীয় অনুপ্রবেশ

    ১৯০৩ সালের ১০ ডিসেম্বর ব্রিগেডিয়ার থাংনার নেতৃত্বে ইংগো-ভারতীয় যুক্ত বাহিনীর দু হাজারেরও বেশী সৈন্য জারিলা অতিক্রম করে তিববতের বিরুদ্ধে আগ্রাসী দ্বিতীয় যুদ্ধ বাঁধায় । ১৩ই ডিসেম্বর বৃটিশ বাহিনী ইয়াতুং দখল করে । ২০ শে ডিসেম্বর বৃটিশ বাহিনী পারি দখল করে ।

** বিশ্ব মানাবাধিকার ঘোষনাপত্র প্রকাশ

    ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর বিশ্ব মানাবাধিকার ঘোষনাপত্র প্রকাশিত হয়।

    জাতিসংঘের অর্থনীতি ও সমাজ পরিষদের অধীনস্থ মানাবাধিকার কমিটির প্রণীত বিশ্ব মানাবাধিকার ঘোষনাপত্র ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর জাতিসংঘ সাধারন পরিষদের তৃতীয় অধিবেশনে গ্রহীত হয় । তিরিশটি ধারা বিশিষ্ট এই ঘোষনাপত্রে লিপিবদ্ধ করা হয়েছে যে , নারী পুরুষ নির্বিশেষে যাবতীয় দেশের জনগণের সকল মৌলিক অধিকার ও স্বাধীনতা আছে । তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করা , চাকরি করা ও শিক্ষা গ্রহণ করার অধিকারও উপভোগ করেন।

** ওয়াং কানছাং য়ের মৃত্যু

    ১৯৯৮ সালের ১০ ডিসেম্বর চীনের বিখ্যাত পারমাণবিক পদার্থবিদ ওয়াং কানছাং পেইচিংয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

ওয়াং কানছাং ছিলেন চীনের চিয়াং সু প্রদেশের ছাংশু শহরের লোক। ১৯২৯ সালে চীনের ছিংহুয়াং বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে তাঁর লেখাপড়া শেষ হয় । ১৯৩০ সালে জার্মানীর বার্লিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এবং ১৯৩৩ সালে ডক্টর ডিগ্রী লাভ করেন । ১৯৩৪ সালের এপ্রিল মাসে স্বদেশে ফিরে তারপর চীনের শানতুং বিশ্ববিদ্যালয় ও জেচিয়াং বিশ্ববিদ্যালয়ে প্রফেসার হিসেবে কাজ করেন । ১৯৪৯ সালের মেই মাসে বিপ্লবী কাজে অংশগ্রহণ করেন এবং ১৯৭৯ সালে চীনা কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন । ওয়াং কানছাং চীনের বিজ্ঞান ও প্রযুক্তিবিদা, বিশেষ করে উচ্চ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের উপর খুব গুরুত্ব দেন । তিনি চীনের উচ্চ প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে নতুন পরিস্থিতির সূচনা করেছেন।

** নাট্যকার থিয়ান হানের মৃত্যু

    ১৯৬৮ সালের ১০ ডিসেম্বর চীনের বিখ্যাত নাট্যকার থিয়ান হান মারা যান। তিনি ছিলেন চীনের নাটক সৃপতি এবং অপেরার সংস্কারের পার্থকৃত্। সবাই তাঁকে " আধুনিক কুয়ান হানছিং" বলে ডাকেন। তিনি নাটক ও অপেরা লেখেন, সিনেমা , কবিতা ও সিনেমার গানও লেখেন। মানুষের মনে তিনি যেমন একজন বিখ্যাত নাট্যকার, তেমনি একজন বিখ্যাত কবি।

    তিনি ছিলেন চীনের হুনান প্রদেশের ছাংশায়ের লোক। ১৮৯৮ সালের ১২ মার্চ মাসে এক কৃষক পরিবারে তাঁর জন্ম হয়। তাঁর জীবদশায় থিয়ান হান বিভিন্ন ধরনের বিপুল নাট্যকর্ম রচনা করেন। এক পরিসংখ্যান থেকে জানা গেছে , তিনি মোট ৬০টিরও বেশি নাটক রচনা করেছেন।

** ২০০১ সালের নোবেল পুরস্কার বিতরণ

    ২০০১ সালের ১০ ডিসেম্বর সুইডেন ও নরওয়ের রাজধানীতে আলাদা আলাদাভাবে ২০০১ সালের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।