v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-09 17:10:01    
পর্তুগাল

cri

      

    ১০ জুন পর্তুগালের জাতীয় দিবস, ৫ অক্টোবর প্রজাতন্ত্র দিবস।

    পর্তুগালের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন জর্জ সাম্পাইও। তিনি ১৯৯৬ সালের মার্চ মাসে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০১ সালের জানুয়ারী মাসে পূণঃ নির্বাচিত হন। বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন জোস সক্রোটেস, তিনি ২০০৫ সালের মার্চ মাসে নির্বাচিত হন।

    ২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী, পর্তুগালের লোকসংখ্যা মোট ১০.৩১৮ মিলিয়ন, এর মধ্যে পর্তুগীজ ৯৯%, অন্যান্যরা স্প্যানীনা ইত্যাদি। সরকারী ভাষা পর্তুগীজ। ৯৭%-রও বেশী মানুষ ক্যাথলিক খ্রীষ্টান।

    পর্তুগালের রাজধানী লিসবন। লিসবনে বার্ষিক গড়পড়তা তাপমাত্রা ১৬.৯ সেলসিয়াস, জুলাই মাসে সবচেয়ে গরম, সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.২ সেলসিয়াস, জানুয়ারী মাসে সবচেয়ে ঠান্ডা, সর্বনিম্ন তাপমাত্রা ২.১ সেলসিয়াস।

    পর্তুগালে ১৮টি প্রশাসনিক অঞ্চল এবং দু'টি স্বায়ত্তশাসিত অঞ্চল আছে।

    পর্তুগালের বর্তমান সংবিধান ১৯৭৬ সালে প্রণীত করা হয়, পরে বহুবার সংশোধন করা হয়। সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট, সংসদ, সরকার ও আদালত দেশের ক্ষমতা সংস্থা, প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সেনাপতি, সরকারের মনোনয়ন অনুযায়ী প্রেসিডেন্ট ও বাহিনীর নেতারা নিযুক্ত ও পদ চ্যুত হয়। প্রেসিডেন্ট বিভিন্ন রাজনৈতিক দল ও রাষ্টীয় কাউন্সিলারের মত বিবেচনার পর সংসদ ভেঙ্গে দিতে পারে, সংসদের সদস্য ২৩০জন, কার্যমেয়াদ চার বছর।

    পর্তুগালের শিল্পের ভিত্তি দুর্বল, কৃষির উত্পাদনশক্তি নিম্ন। শক্তি সম্পদ, উপকরণ ও খাদ্যশস্য প্রধানতঃ আমদানী হয়। চার ভাগের এক ভাগ মাংস আর সমস্ত চিনিও আমদানী হয়। পর্তুগাল বিশ্বের অন্যতম প্রধান মদ উত্পাদক দেশ, উত্তর পর্তুগালের পোর্টো বিশ্ব বিখ্যাত্ মদ উত্পাদন ঘাঁটি। পর্তুপালের টমেটো সস ইউরোপে বিখ্যাত, পর্তুগাল ইউরোপীয় বাজারের বৃহত্তম সরবরাহ ব্যবসায়ী। সাম্প্রতিক বছরগুলোতে পর্তুগাল সরকার অর্থনৈতিক কাঠামো সমন্বিত করেছে, দৃঢ়ভাবে ব্যাংকিং, অর্থায়ন, বীমা, পর্যটন ইত্যাদি পরিসেবা শিল্পের উন্নয়ন সাধন করছে। পর্তুগালের খনিক সম্পদ প্রচুর, টাংস্টেনের মজুদের পরিমাণ পশ্চিম ইউরোপীয় দেশগুলোর মধ্যে শীর্ষ। বনের আয়তন ৩.৬০ মিলিয়ন বর্গ কিলোমিটার, অর্থ্যাত্ দেশের আয়তনের এক-তৃতীয়াংশ। পর্তুগালের প্রধান প্রধান শিল্প হচ্ছে বস্ত্রবয়ন, পোষাক, খাদ্য, কাগজ তৈরী, ছিপি, ইলেকট্রোনিকস, মাটির পাত্র, মদ ইত্যাদি। পোর্টুগালের পরিসেবা দ্রুত উন্নত হচ্ছে, পর্যটন পর্তুগালের বৈদেশিক বিনিময় ও বৈদেশিক বাণিজ্যের ঘাটতি পূরণের একটি প্রধান উপায়। পর্তুগাল নয় বছরের বাধ্যতামূলক শিক্ষা কার্যকরী হয়। পর্তুগালে বিভিন্ন ধরনের যাদুঘর প্রায় ৩ শোটি, গ্রন্থাগার ১হাজার ৬ শোরও বেশি, নাট্যশালা ৩ শোরও বেশী, প্রদর্শনী কেন্দ্র ৩ শোরও বেশী।

    ১৯৭৯ সালের ৮ ফেব্রুয়ারী পর্তুগাল-চীন সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালের জানুয়ারী প্রধানমন্ত্রী জোস সক্রেটিস চীন সফর করেছেন। সে সময় দু'দেশ যৌথ বিবৃতি প্রকাশ করে। ২০০৫ সালের ডিসেম্বর চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও পর্তুগাল সফর করেন।