v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-09 15:14:34    
চেক প্রজাতন্ত্রে ওয়েন চিয়াপাওয়ের ব্যস্ত সময়

cri
    চেক প্রজাতন্ত্রে সফররত চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ৮ ডিসেম্বর চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে প্রধানমন্ত্রী জিরি পারুবেকের সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ বিভিন্ন পর্যায়ে সংলাপ ও যোগাযোগ আরো গভীর করতে এবং চীন-ই ইউ সার্বিক রণনৈতিক অংশীদার সম্পর্কের কাঠামোয় আর ১৯৯৯ সালে স্বাক্ষরিত দু'দেশের যৌথ-ইস্তাহারের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করতে রাজী হয়েছে।

    উভয় প্রধানমন্ত্রী বৈঠকের পর চীন-চেক যৌথ বিবৃতি স্বাক্ষর করেছেন। বিবৃতিতে চেক প্রজাতন্ত্রের একচীন নীতিতে অবিচল থাকা এবং গঠনমূলক সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাইওয়ান সমস্যার সমাধানের প্রতি আবার সমর্থন ঘোষণা করা হয়। চেক প্রজাতন্ত্র তাইওয়ান প্রণালীর দু'পারে উত্তেজনা সৃষ্টি করে ও তাইওয়ানের অবস্থান পরিবর্তন করে এমন যে কোনো আচরণের বিরোধীতা করে। দু'পক্ষ বিবৃতিতে আরো বলেছে, তারা চীনে চেক প্রজাতন্ত্রের কৃষি পণ্য রপ্তানির বিষয় নিয়ে আলোচনা করতে এবং দ'দেশের শুল্ক বিভাগের মধ্যকার সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

    চীন ও চেক প্রজাতন্ত্রের সরকার ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ১৪টি সহযোগিতামূলক দলিলপত্র স্বাক্ষরিত হয়েছে। এর বিষয়গুলোর মধ্যে রয়েছে, সংস্কৃতি, কৃষি সহযোগিতা, পুঁজিবিনিয়োগ, দ্বিপাক্ষিক বাণিজ্য ইত্যাদি।

    ওয়েন চিয়াপাও আর পারুবেক একইদিন সংবাদদাতাদের সাক্ষাত্কার দিয়েছেন। চেক প্রজাতন্ত্রের দৃষ্টি-আকর্ষী সহযোগিতা চুক্তির বাস্তবায়ন প্রসঙ্গে ওয়েন চিয়াপাও বলেছেন, চেক প্রজাতন্ত্রের যে প্রচুর পণ্যদ্রব্য চীনের বাজারে প্রবেশ করে চীন তার জন্যে উদ্বিগ্ন নয়। চীন পক্ষ চেক প্রজাতন্ত্রের পণ্যদ্রব্য চীনের বাজারে প্রবেশের জন্যে আরো সুযোগ সৃষ্টি করবে। তিনি আরো বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব পেইচিং ও প্রাগের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে।

    ৮ ডিসেম্বর ওয়েন চিয়াপাও ও পারুবেক চেক প্রজাতন্ত্রেরশিল্প ও বাণিজ্য মহলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেছেন।