রাশিয়ার ফেডারেল মহাশুন্য বিষয়ক মুখপাত্র দেভিদেন্কো ৭ ডিসেম্বর জানিয়েছেন , ভারত রাশিয়াকে তার চাঁদ জরিপ পরিকল্পনায় অংশ নিতে আমন্ত্রন জানিয়েছে ।
দল নিয়ে রাশিয়া সফররত ভারতের মহাশুন্য গবেষণা সংস্থার চেয়ারম্যান মাধবান নায়ার ৬ ডিসেম্বর রাশিয়ার ফেডারেল মহাশুন্য বিভাগের প্রধান পারমিনোভের সঙ্গে বৈঠক করেছেন । তিনি রাশিয়াকে এই বিষয়ে আমন্ত্রণ জানানোর সময়ে আশা প্রকাশ করেছেন যে , রাশিয়ার বিশেষজ্ঞরা ভারতের চাঁদ জরিপ পরিকল্পনা সম্পর্কে প্রস্তাব পেশ করবেন । বৈঠকে ভারত আর রাশিয়া ভারতের চাঁদ জরিপ প্রক্রিয়ায় রাশিয়ার মহাশুন্য শিল্পপ্রতিষ্ঠানের অংশ নেয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে । দেভিদেন্কো বলেছেন , পরবর্তী দু মাসের মধ্যে রাশিয়া আর ভারত বিষয়টি নিয়ে আলাপপরামর্শ করতে থাকবে ।
জানা গেছে , ভারতের চাঁদ নিরীক্ষণ প্রকল্পে মানুষবাহী নভোযানেরচাঁদে অবতরণ ও চাঁদের মাটির নমুনা এনে গবেষণা চালানো অন্তর্ভূক্ত ।
|