চীন ও রাশিয়ার সিনিয়র নেতারা ৮ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন, দু'দেশ দ্বিপাক্ষিক সহযোগিতা তরান্বিত করে রণনৈতিক সম্পর্ক আরো গভীর করবে।
চীন ও রাশিয়ার দুই সরকার ৮ ডিসেম্বর পেইচিংয়ে পরষ্পরের দেশে সাংস্কৃতিক বর্ষ আয়োজন নিয়ে আলোচনা করেছে। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়া শুয়েন , ছেন জি লি এবং রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডিমিট্রি মেডভেডেভের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। দু'পক্ষ এই মর্মে একমত হয়েছে যে, সংস্কৃতি বর্ষের আয়োজন দু'দেশের বন্ধুত্বপূর্ণ সুপ্রতিবেশীমূলক সহযোগিতা চুক্তি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দু'দেশ এই অনুষ্ঠানের মাধ্যমে দু'দেশের জনগণের মৈত্রী ও আস্থা আরো উন্নত করবে।
|