শ্রীলংকা সরকার ৭ ডিসেম্বর একটি বিবৃতিতে বলেছে, শ্রীলংকার প্রেসিডেন্ট নরওয়ের সরকারকে শ্রীলংকার অভ্যন্তরীন মান্তি প্রক্রিয়ায় অব্যাহতভাবে মধ্যস্থতা করার আমন্ত্রণ জানিয়েছেন।
শ্রীলংকা সরকার একইদিন একটি বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট মাহিনদা রাজাপাক্সে শ্রীলংকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হানস ব্রাট্টস্কারের সঙ্গে সাক্ষাত্ করার সময় এ আমন্ত্রণ জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, মাহিনদা রাজাপাক্সে শ্রীলংকার শান্তিপূর্ণ অগ্রগতি সংক্রান্ত ইউরোপ, যুক্তরাষ্ট্র, জাপান ও নরওয়েরের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্ করেছেন। তিনি তাঁদের কাছে অভ্যন্তরীন শান্তি প্রক্রিয়া অব্যাহতভাবে চালানো জন্যে শ্রীলংকা সরকারের প্রস্তুতিমূলক কাজ সম্বন্ধে অবহিত করেছেন।
|