v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-08 09:21:27    
৮ ডিসেম্বর

cri
    **জন লেননকে হত্যা করা হয়

    ১৯৮০ সালের আগস্ট মাসে জন লেনন তাঁর স্ত্রীর সঙ্গে মিলে তাঁদের নতুন সংগীত সংকলন " ডাবল ফান্টাসির" রেকর্ডিংয়ের কাজ শুরু করেন । কিন্তু তাঁদের এই ইচ্ছা বাস্তাবায়িত হয় নি । ১৯৮০ সালের ৮ ডিসেম্বর রাত ১০টা ৪৯ মিনেটে তিনি তাঁর বাসার সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন । তাঁর স্ত্রী স্বচোখে আতংকের সঙ্গে এই ভয়াবহ দৃশ্য দেখতে পেলেন ।

    সেই খুনী একজন পাগল । শীঘ্রই তাকে গ্রেফতার করা হয় এবং ২০ বছরের কারাদন্ড দেওয়া হয় । কিন্তু জন লেনন আর ফিরে আসতে পারবেন না । লেনন হলেন বিটলেস্ সংগীত দলের একজন কেন্দ্রীয় ব্যাক্তি এবং একজন প্রতিভাবান মানুষ । গোটা সংগীত দলের সংগীত সৃষ্টিকর্মে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন ।

    ** নিখিল আফ্রিকা গণ সম্মেলনের উদ্বোধন

    ১৯৫৮ সালের ৮ ডিসেম্বর নিখিল আফ্রিকা গণ সম্মেলন ঘানার রাজধানী আক্রায় অনুষ্ঠিত হয় । ঘানার প্রধানমন্ত্রী এন ক্রুমার প্রস্তাবে এবং ৩৬টি আফ্রিকান জাতীয় পার্টি আর গণ সংস্থার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ২৮টি আফ্রিকা দেশের ৬২টি সংস্থার ৩০০জনেরও বেশী প্রতিনিধ অংশগ্রহণ করেন । ১৩ তারিখে এই সম্মেলন সমাপ্ত হয় । সম্মেলনে আফ্রিকার জাতীয় স্বাধীনতা সম্পন্ধে নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং একটি ঘোষণা আর সাতটি প্রস্তাব গৃহীত হয় । এই সম্মেলনের স্থায়ী সংস্থা হচ্ছে সাধারণ বিষয় বিষয়ক কমিটি । ১৯৬০ আর ১৯৬১ সালে দ্বিতীয় আর তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় । ১৯৬৩ সালে আফ্রিকা ঐক্য সংস্থা প্রতিষ্ঠার পর এই সম্মেলন আর অনুষ্ঠিত হয় নি ।

    ** ৮ ডিসেম্বর সার্কের(saarc) প্রতিষ্ঠা

    ঐতিহাসিক কারণে ও ঔপনিবেশিকদের রেখে যাওয়া সমস্যার কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিভিন্ন ধরণের দ্বন্দ্ব ও সংঘর্ষ বিদ্যমান রয়েছে । ১৯৮০ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান আঞ্চলিক সহযোগিতা সম্পর্কে বাংলাদেশের সুপারিশপত্রউত্থাপন করে আঞ্চলিক সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেন । এই প্রস্তাব দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে গুরুত্ব পায় ।১৯৮১ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ আর ভূটান এই সাতটি দেশ একটানা ৫ বার পররাষ্ট্র সবিচ সম্মেলন এবং তিন বার পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন আয়োজন করে । ১৯৮৫ সালের ৭ ডিসেম্বর সাতটি দেশের শীর্ষনেতারা ঢাকায় প্রথম শীর্ষ সম্মেলনের আয়োজন করেন । ৮ তারিখে তাঁরা "দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা ইউনিয়ন সংক্রান্ত সনদ " স্বাক্ষর করেন এবং "ঢাকা ঘোষণা"প্রকাশ করে এই সংস্থার প্রতিষ্ঠার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন । সনদের প্রধান উদ্দেশ্য হচ্ছে: বিভিন্ন দেশের অর্থনীতি,সমাজ, সংস্কৃতি আর বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের সহযোগিতা ও পারস্পরিক সাহায্য ত্বরান্বিত করা । সনদে লিপিবন্ধ করা হয় যে, এই ইউনিয়ন একটি অরাজনৈতিক সংস্থা । প্রত্যেক বছর একবার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়া উচিত । সেই সংস্থার প্রতিষ্ঠা এই স্বাক্ষর বহন করে যে, দক্ষিণ এশিয়ার দেশগুলো ঐক্য ও সহযোগিতার সূচনা হয়েছে ।

    **হিপলি নিউজিল্যান্ড প্রথম নারী প্রধানমন্ত্রী নিযুক্ত

    ১৯৯৭ সালের ৮ ডিসেম্বর৪৫ বছর বয়স্ক জেনী হিপলি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন এবং নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন । ১৯৫২ সালে হিপলি জন্মগ্রহণ করেন । চার বোনের মধ্যে তাঁর স্থান দ্বিতীয় । ১৯৮৭ সালে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন । ১৯৯০ সাল থেকে তিনি পরপর সমাজ কল্যান মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী ও নারী বিষয়ক মন্ত্রী ইত্যাদি দায়িত্ব পালন করেন ।