ইরাকের সুপ্রিম কোর্টের একজন কর্মকর্তা ৭ ডিসেম্বর বলেছেন , ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন আদালতে উপস্থিত থাকতে অস্বীকার করেছেন বলে সেদিনের নির্দ্ধারিত বিচার স্থাগিত রাখা হয়েছে ।
ইরাকের আইন অনুযায়ী আসামীর অনুপস্থিতিতেও তার বিচার করা যায় । কিন্তু এই কর্মকর্তা বলেছেন , প্রধান বিচারপতি রিজগার মোহাম্মেদ আমিন আশা করেন , যাবতীয় আসামী বিচারের সময় আদালতে উপস্থিত থাকেন । এই বিষয় নিয়ে সাদ্দাম হোসেন ও তাঁর উকিলরা আলোচনা করছেন ।
উল্লেখ করা যেতে পারে যে , গতকাল ও গত পরশু সাদ্দাম হোসেন বিচারের সময় অতিরিক্ত দীর্ঘ বলে আদালত মুলতবী রাখার দাবি জানিয়েছেন ।তাঁর উকিলরাও বিচারপতির সঙ্গে আদালতে পরবর্তী বিচারের সময় নিয় তর্ক করেছেন । কিন্তু রিজগার মোহাম্মেদ আমিন ৭ ডিসেম্বর বিচার করার মতে অটল ছিলেন।
|