সোং হুয়া নদীর দুষিত জলস্রোত চীনের হেইলুংচিয়াং প্রদেশের সোং হুয়া নদীর নিম্ন অববাহিকায় অবস্থিত চিয়ামুস শহরের কাছে পৌঁছেছে । পর্যবেক্ষন ও পরীক্ষার ফলাফল থেকে জানা গেছে , দুষিত জলস্রোতের ঘনত্ব হ্রাস পাচ্ছে ।
হেইলুংচিয়াং প্রদেশের পরিবেশ সংরক্ষণব্যুরো ৭ ডিসেম্বর সকালে এক রিপোর্টে বলেছে , এখন দুষিত জলস্রোতের পুরোভাগ চিয়ামুস শহর থেকে ৩০ কিলোমিটারদূরে পৌঁছেছে । পর্যবেক্ষণ অনুযায়ী চিয়ামুস অঞ্চলে দুষণসৃষ্টিকারী নাইট্রোবেনজিনও বেনজিন আবিস্কৃত হয়নি । চিয়ামুসের উচ্চঅববাহিকার নাইট্রো-বেনজিনের ঘনত্বনির্দিষ্ট মানদন্ডের চেয়ে ৫ গুণ বেশী , বেনজিনের ঘনত্ব বিপদসীমা অতিক্রম করেনি । এর আগের তুলনায় এই পরিমান কিছুটা কমেছে ।
এখন চিয়ামুস শহর কড়াকড়িভাবে সোং হুয়া নদীতে পানি তোলা ও মাছ ধরা নিষিদ্ধ করেছে এবং মজুদ পানি ব্যবহার করে পানীয় জলের চাহিদা মেটাতে শুরু করেছে ।
|