চীনের প্রতিরক্ষা মন্ত্রী ছাও কাং ছুয়ান ৭ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন ও উজবেকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করা দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের অনুকূল।
ইজবেকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী রুসলান মির্জায়েভের সঙ্গে বৈঠককালে ছাও কাং ছুয়ান বলেছেন, বর্তমান জটিল আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতিতে চীন-উজবেকিস্তান সামরিক সহযোগিতা সম্প্রসারণ করা দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের অনুকূল। চীন উজবেকিস্তানের সঙ্গে দু'দেশের নিরাপত্তা ক্ষেত্রের সহযোগিতা জোরদার করে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য অবদান রাখতে ইচ্ছুক।
মির্জায়েভ সন্ত্রাস দমনে চীন পক্ষের সহযোগিতা ও অনেকদিন ধরে উজবেকিস্তানকে দেয়া সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি চীনের সঙ্গে সামরিক আদানপ্রদান ও সহযোগিতা জোরাদর করার আশা প্রকাশ করেছেন।
|