ইউরোপীয় মহাশূন্য সংস্থার মন্ত্রী সম্মেলন ৬ ডিসেম্বর জার্মানির রাজধানী বার্লিনে সমাপ্ত হয়েছে। সম্মেলনে ২০১১ সালে মঙ্গলগ্রহে সম্ভাব্য জীবন আবিষ্কার সংশ্লিষ্ট পরিকল্পনা আবার শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সম্মেলনে ইইউ ও ইউরোপীয় মহাশূন্য সংস্থার যৌথ উদ্যোগে পরিচালিত বিশ্ব পরিস্থিতি ও নিরাপত্তা তত্ত্বাবধান পরিকল্পনা অনুমোদিত হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী, মহাশূন্য থেকে পৃথিবীর ইকো-ব্যবস্থা পর্যবেক্ষণ করা যাবে।
ইউরোপীয় মহাশূন্য সংস্থার মহাপরিচালক জিন জ্যাকস ডোর্ডেন জানান, আগামী ৫ বছরে সংস্থার বার্ষিক বাজেট প্রতি বছরে ২.৫ শতাংশ হারে বাড়বে এবং ৬৫ কোটি ইউরো পুঁজি প্রয়োগে আন্তর্জাতিক মহাশূন্য স্টেশন প্রকল্পে অংশ নেবে। তাছাড়া সংস্থা অব্যাহতভাবে আরিয়ানা রকেট পরিকল্পনা চালিয়ে যাবে।
|