বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্তির সময়ে দেয়া প্রতিশ্রুতি পালন করে চীন সরকার আগামী বছর থেকে চীনের নিরাপত্তা-বাজার উন্মুক্ত করবে । চীনের নিরাপত্তা-বাজার উন্মুক্ততা সংক্রান্ত নিয়মবিধি শিগ্গিই প্রণীত হবে।
চীনের নিরাপত্তা বিভাগের একজন কর্মকর্তা এই প্রসঙ্গে বলেছেন, চীন সরকারের সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুযায়ী শুধু আনুষঙ্গিক যোগ্যতা-প্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠান ও সংস্থা বন্দুক পেতে পারে ।বিদেশের নিরাপত্তা সংস্থা চীনের নিরাপত্তা-বাজারে প্রবেশ করার পরও অস্ত্র ব্যবহার করে সশস্ত্রে পাহারা দেয়ার ক্ষেত্রে তার জন্য কিছু বাধ্যবাধকতা থাকবে ।
তিনি আরো বলেছেন , চীনের রাষ্ট্রীয় পরিষদের আইন বিষয়ক কার্যলয় আগামী বছর সংশ্লিষ্ট খসড়া আইন প্রণয়ন করবে ।
উল্লেখ করা যেতে পারে যে , ১৯৮৪ সালে চীনে প্রথম নিরাপত্তা পরিসেবা কোম্পানি প্রতিষ্ঠিত হয় । চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত চীনের নিরাপত্তা-কর্মীদের সংখ্যা দশ লক্ষের কাছাকাছি হয়েছে । বর্তমানে শুধু চীনের গণ- নিরাপত্তা বিভাগই নিরাপত্তা -পরিসেবা- কোম্পানি প্রতিষ্ঠিত করতে পারে ।
|