গত দশ বছরে চীনের গ্রামিণ দরিদ্র মানুষের সংখ্যা সাড়ে ছ' কোটি থেকে দু'কোটি ৬১ কমেছে । ফলে চীন বিশ্বে জাতিসংঘের সহস্রাব্দি উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন অর্থাত্ দারিদ্রদের সংখ্যা অর্ধেক হ্রাসকারী প্রথম দেশে পরিণত হয়েছে ।
চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্য বিমোচন কার্যালয়ের পরিচালক লিউ চিয়ান ৬ ডিসেম্বর একটি সম্মেলনে বলেছেন , দশ বছরে চীন সরকার সার্বিক উন্নয়ন ও সকল নাগরিকের দারিদ্র্য বিমোচনে অংশগ্রহণ করার নীতি মেনে চলেছে এবং অধিকাংশ দরিদ্র মানুষের খাওয়া-পরার সমস্যা সমাধান করেছে । তিনি সঙ্গে সঙ্গে এও স্বীকার করেছেন যে , বর্তমানে চীনে দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশী , দারিদ্র্য বিমোচনের কাজ গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে ।
জানা গেছে , বর্তমানে প্রায় ৫০টি আন্তর্জাতিক সংস্থা চীনের দারিদ্র্য বিমোচনে অংশগ্রহণ করেছে । রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্য বিমোচন কার্যালয় ৮০ কোটি মার্কিন ডলার বৈদেশিক পুঁজি ব্যবহার করে এক কোটির বেশী কৃষকের কল্যান করেছে ।
|