বিশ্ববাণিজ্য সংস্থা ৬ ডিসেম্বর জেনিভায় এক বিজ্ঞপ্তিতে বলেছে যে , তার ১৪৮টি সদস্য সে দিন একটি চুক্তি সম্পাদিত করেছে । চুক্তিঅনুযায়ী ওষুধ শিল্প নেই এমন গরিব দেশগুলো সস্তায়ও অ-পেটেন্ট ওষুধ আমদানি করতে পারবে ,যাতে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায় ।
২০০৩ সালের আগষ্ট মাসে বিশ্ববাণিজ্য সংস্থায় যে অস্থায়ী সমাধান প্রস্তাব গৃহিত হয়েছে চুক্তিটি তার প্রতি এক স্বীকৃতিস্বরূপ। " বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত মেধাস্বত্বচুক্তির সংশোধনী খসড়া" নামে লিপিবদ্ধ হয়ে চুক্তিটি বিশ্ববানিজ্য সংস্থার ২ তৃতীয়াংশ সদস্যের অনুমোদন পাওয়ার পর স্থায়ী আইনে পরিণত হবে ।
বিশ্ববাণিজ্য সংস্থার অনুমান অনুযায়ী চুক্তিটিসবচেয়ে দেরী হলে ২০০৭ সালের ১ ডিসেম্বরের আগে কার্যকরী করা হবে । বহু উন্নয়নমুখী দেশ বিশেষ করে আফ্রিকান দেশগুলো চুক্তিটিকে স্বাগত জানিয়েছে ।
|