মানুষের মধ্যে বার্ড ফ্লুর বিস্তার হচ্ছে পাখি বা পাখি জাতীয় ইন্ফ্লুয়েন্জার ভাইরাসের কিছু বিষাক্ত পদার্থ মারাত্মক শ্বাসনালীর রোগ সৃষ্টি করা।
১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে মানুষের মধ্যে বার্ড ফ্লু'র ভাইরাস এইচ ৭ এন ৭' সংক্রমণের ফলে কনজান্কটিভাইটিস সৃষ্টির রিপোর্ট আছে। ১৯৯৭ সালে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে এইচ ৫ এন ১ বার্ড ফ্লু মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে। এতে ৬ জন নিহত হয়েছে। ফলে বিশ্বে ব্যাপক দৃষ্টি আকৃষ্ট হয়। সাম্প্রতিক বছরগুলোতে যথাক্রমে এইচ ৯ এন ২, এইচ ৭ এন ২ এবং এইচ ৭ এন ৩ হাইপোটাইপ বার্ড ফ্লু ভাইরাস মানুষকে আক্রান্ত করার প্রমাণ পাওয়া গেছে। নেদারল্যান্ডস, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া ইত্যাদি দেশে মানুষের বার্ড ফ্লু রোগ দেখা দিয়েছে।
বর্তমানে মানুষের মাধ্যে বার্ড ফ্লু'র সংক্রমণ কিছু অঞ্চলে দেখা দিয়েছে, তবুও বার্ড ফ্লু ভাইরাস থেকে মানুষের প্রভাবমুক্ত থাকার শক্তির অভাব এবং মানুষ এইচ ৫ এন ১ বার্ড ফ্লু ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়ার হার খুব উঁচু বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে, এই ধরণের রোগ মানুষের জন্যে বৃহত্তম সুপ্ত হুমকি হওয়ার সম্ভাবনা আছে।
|